দাউদ রানা -চৌহালী ( সিরাজগঞ্জ) প্রতিনিধি
শুক্রবার সন্ধ্যায় সিরাজগঞ্জের চৌহালী উপজেলার দত্তকান্দি এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ১০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারীকে গ্রেফতার করা হয়েছে
গ্রেফতারকৃতরা হলেন- ১। টাঙ্গাইল জেলার নাগরপুর থানা বেকরা উত্তরপাড়া গ্রামের পিতা-মৃত বাদল মিয়ার ছেলে মোঃ আল-আমিন (৩৮) এবং ২। চৌহালী থানার উমারপুর ইউনিয়নের দত্তকান্দি গ্রামের মৃত লতিফের ছেলে মোঃ তমজিদ সরকার (২৬)।
এরা চৌহালী থানা সহ আশপাশের এলাকায় ইয়াবা ক্রয়-বিক্রয় করে আসছে।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সিরাজগঞ্জের চৌহালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এই অভিযানের সময় উপস্থিত ছিলেন এসআই মোঃ মাফিজ, এসআই মাহমুদুল হক, এএসআই বিপ্লবসহ আরও অনেকে।
এ বিষয়ে চৌহালী থানার ওসি মোঃ আব্দুল বারিক বলেন, মাদক,জুয়া, যে কোন বিষয়ে আমরা সব সময় সচেতন আছি, অপরাধী যেই হোক কোন প্রকার ছাড় দেওয়া হবে না।

 
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
								                                                                                     
                                    
 
                                     
                                     
                                     
                                 
                                 
                                 
                                