ফেনী প্রতিনিধি
ফেনীর সোনাগাজীতে একরামুল হোসেন পিয়াস (২৪) নামে এক মাছ ব্যবসায়ীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় নূরনবী (৫০) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি চরখোন্দকার গ্রামের আবুল খায়েরের ছেলে।
শুক্রবার (২২ আগস্ট) রাত ৯টার দিকে সোনাগাজী সদর ইউনিয়নের চরখোন্দকার গ্রামে এ ঘটনা ঘটে। আহত পিয়াস চরখোয়াজ গ্রামের আবদুল হইয়ের ছেলে।
পুলিশ ও আহত ব্যবসায়ী জানান, পিয়াস তার মালিকানাধীন মৎস্য খামারে গেলে পূর্ব শত্রুতার জেরে নূরনবী, ডালিম ও আলমাছের নেতৃত্বে ১০–১২ জন দুর্বৃত্ত তার ওপর হামলা চালায়। এ সময় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয় তাকে।
পরে পিয়াস বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখ করে থানায় মামলা করেছেন। সোনাগাজী মডেল থানার ওসি মো. বায়েজীদ আকন ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.