Nabadhara
ঢাকাসোমবার , ২৫ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

চন্দনাইশে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উদযাপন

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি
আগস্ট ২৫, ২০২৫ ৮:১৪ অপরাহ্ণ
Link Copied!

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি

মাতৃদুগ্ধকে অগ্রাধিকার দিন, টেকসই সহায়ক ব্যবস্থা গড়ে তুলুন’ এ প্রতিপাদ্যে চন্দনাইশে পালিত হয়েছে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ।

সোমবার (২৫ আগস্ট) বেলা সাড়ে ১১টায় জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কার্যালয়ের উদ্যোগে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন উপলক্ষে এক র‌্যালি হাসপাতাল কার্যালয় হতে বের হয়ে তা প্রধান সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।

র‌্যালি শেষে স্বাস্থ্য কমপ্লেক্সের কনফারেন্স রুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রশ্মি চাকমার সভাপতিত্বে এ বিষয়ে মূল বক্তব্য উপস্থাপন করেন জুনি কনসালটেন্ট (শিশু) ডা: কাজী মো: আবির আমান।
এ সময় আরো উপস্থিত ছিলেন,
জুনি কনসালটেন্ট (মেডিসিন) ডা: নাজিবুর রহমান
জুনি কনসালটেন্ট (সার্জারী) ডা: মোহাম্মদ ইয়াহিয়া
জুনি কনসালটেন্ট (কার্ডিও) ডা: শ্রীপতি ভট্টাচার্য, জুনি কনসালটেন্ট (অর্থো) ডা: সত্যম সরকার। আবাসিক মেডিকেল অফিসার ডা: আবু রাশেদ মো: নূরউদ্দিন সহ মেডিকেল অফিসারবৃন্দ এবং হাসপাতালের অন্যান্য কর্মকর্তা- কর্মচারীবৃন্দ।

এছাড়া আউডডোর,ইনডোরে মা দের মাঝে এ বিষয়ে স্বাস্থ্যবার্তা প্রদান করা হয়। সভায় জানানো হয়, মাতৃদুগ্ধ পানে বাংলাদেশ অনেক পিছিয়ে আছে। আগামীতে জনসচেতনতা বৃদ্ধি করে মাতৃদুগ্ধ পানে সকলকে উদ্বুদ্ধ করতে হবে। তাহলে আমাদের দেশের সাধারণ মায়েদের মধ্যে মাতৃদুগ্ধ পানের শতকার হার ৫০ ভাগের উর্দ্ধে নিয়ে যেতে সক্ষম হবো। এ ব্যাপারে স্বাস্থ্যকর্মীর পাশাপাশি সমাজের সকল শ্রেণির নাগরিকের সহযোগিতা কামনা করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।