ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠির কাঠালিয়া উপজেলার ৪০নং চিংড়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহানাজ পারভীনের দুর্নীতি ও অনিয়মের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন শিক্ষার্থীদের অভিভাবক ও এলাকাবাসী।
আজ মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল ১০টায় বিদ্যালয়ের সামনে অনুষ্ঠিত এ মানববন্ধনে শতাধিক অভিভাবক ও স্থানীয়রা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, প্রধান শিক্ষক শাহানাজ পারভীনের অবহেলা ও খামখেয়ালির কারণে বিদ্যালয়ের ৮২ জন শিক্ষার্থী উপবৃত্তির টাকা থেকে বঞ্চিত হয়েছেন। অন্যান্য বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপবৃত্তির টাকা পেলেও এই বিদ্যালয়ের শিক্ষার্থীরা পাচ্ছে না। এছাড়া তিনি ছোট শিক্ষার্থীদের দিয়ে টয়লেট পরিষ্কার, ক্লাসরুম ঝাড়ু দেওয়া ও পানি আনার মতো কাজ করান। এসব কাজে অনীহা দেখালে শিশুদের মারধর ও বকাবকি করেন, ফলে অনেকেই স্কুলে আসতে অনীহা প্রকাশ করছে।
বক্তারা আরও অভিযোগ করেন, প্রধান শিক্ষক প্রায়ই বিদ্যালয়ে অনুপস্থিত থাকেন, দেরিতে আসেন এবং দুপুরের আগেই বের হয়ে যান। অভিভাবকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণও করেন তিনি।
অভিভাবকরা প্রধান শিক্ষক শাহানাজ পারভীনের দৃষ্টান্তমূলক শাস্তি ও দ্রুত অপসারণের দাবি জানান।
মানববন্ধনে বক্তব্য রাখেন খাদিজা বেগম, রুমি বেগম, হাসান মাহমুদ, বাবুল হাওলাদার, সালমা বেগম, শাহিদা বেগম, হাসানসহ আরও অনেকে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.