মো.শাফায়েত হোসেন, বান্দরবান
বাজারফান্ড ভূক্ত জমির লিজের মেয়াদ বৃদ্ধি, ব্যাংক ঋণ চালু, ৬১ জেলার ন্যায় তিন পার্বত্য জেলায় ভূমি ব্যবস্থাপনা কার্যকর করা ও রাজার সনদ বাতিলসহ বিভিন্ন দাবিতে বান্দরবানে মানববন্ধন করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ।
মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে আয়োজিত মানববন্ধনে সংগঠনের চেয়ারম্যান কাজী মজিবুর রহমান বলেন, “একটি জেলার জেলা প্রশাসক সরকারের সর্বোচ্চ প্রতিনিধি। তিনি চাইলে উচ্চ মহলের সঙ্গে আলোচনা করে ভূমি সমস্যা ও লিজ সংক্রান্ত জটিলতার সমাধান করতে পারেন। অথচ তিন পার্বত্য জেলায় ভূমি ক্রয়ের ক্ষেত্রে নানা বাধা বিদ্যমান। দেশের অন্য ৬১ জেলার মানুষ সহজে ভূমির মালিক হতে পারলেও আমরা নিজেদের জেলায় সেই অধিকার থেকে বঞ্চিত হচ্ছি। এটি স্বাধীন রাষ্ট্রে একেবারেই অগ্রহণযোগ্য।”
তিনি আরো অভিযোগ করেন, জেলা প্রশাসকের মাধ্যমে নিয়োগ পাওয়া হেডম্যানরা সরকারি বেতন-ভাতা গ্রহণ করলেও ‘হেডম্যান রিপোর্ট’-এর নামে সাধারণ জনগণের কাছ থেকে ১০-২০ শতাংশ পর্যন্ত চাঁদাবাজি করে আসছে। তিনি এসব অনিয়ম বন্ধ ও হেডম্যান রিপোর্ট বাতিলের দাবি জানান। দাবিগুলো অগ্রাহ্য করা হলে অচিরেই জেলা প্রশাসন কার্যালয় বন্ধ করে দেওয়ার হুশিয়ারি দেন নাগরিক পরিষদের এই নেতা।
মানববন্ধনে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের বান্দরবান জেলার ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা আবুল কালাম আজাদ, সেক্রেটারি ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য মো: নাছির উদ্দিন, সহসভাপতি মো: আলমসহ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় জেলার বিভিন্ন স্থান থেকে আসা শতাধিক নারী-পুরুষ নানা ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে মানববন্ধনে অংশ নেন।