হোসাইন মোহাম্মদ দিদার (দাউদকান্দি) কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লার দাউদকান্দিতে দীর্ঘদিন ধরে নানা অপকর্মে জড়িত থাকার অভিযোগে অবশেষে স্বঘোষিত সাংবাদিক সালমাকে পুলিশ গ্রেপ্তার করেছে। মঙ্গলবার (২৬ আগস্ট) কুমিল্লা জেলা পুলিশের অভিযানে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, সালমা নিজেকে বিভিন্ন জাতীয় দৈনিক ও অনলাইন নিউজ পোর্টালের সাংবাদিক পরিচয়ে দীর্ঘদিন ধরে প্রতারণা চালিয়ে আসছিলেন।
অভিযোগ রয়েছে, তিনি স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের কাছ থেকে ভয়ভীতি দেখিয়ে নিয়মিত চাঁদাবাজি করতেন। গ্রেপ্তারকৃত সালমার বিরুদ্ধে একাধিক লিখিত অভিযোগ ছিল। প্রাথমিক তদন্তে এসব অভিযোগের সত্যতা মিলেছে। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়। মঙ্গলবার বিকালে জেলা বিজ্ঞ আদালতে হাজির করা হলে বিচারক তার জামিন আবেদন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
দাউদকান্দি ও আদালতপাড়ায় স্বস্তি এ ঘটনার পর দাউদকান্দি ও আদালতপাড়ায় স্বস্তির পরিবেশ বিরাজ করছে। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে সালমার দৌরাত্ম্যে সাধারণ মানুষ ভোগান্তিতে ছিলেন। তাদের অভিযোগ, এ ধরনের ভুয়া সাংবাদিকদের কারণে প্রকৃত সাংবাদিকরা কোণঠাসা হয়ে পড়েন।
অভিযোগের বিস্তারিত অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, সালমা ভুয়া পরিচয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে সম্পর্ক গড়ে তাদের ব্ল্যাকমেইল করতেন। আদালতপাড়ায় দীর্ঘদিন দাপটের সঙ্গে চলাফেরা করলেও আইনের তোয়াক্কা করতেন না। সম্প্রতি কুমিল্লা জেলা আদালতের এক পেশকারকে জড়িয়ে মিথ্যা নাটক করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া নামসর্বস্ব পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করে ভুক্তভোগীদের হয়রানির অভিযোগও উঠেছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.