দিদার (দাউদকান্দি)কুমিল্লা
দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাজারে দীর্ঘদিন ধরে চলমান যানজট ও জনদূর্ভোগ নিরসনের লক্ষ্যে উপজেলা প্রশাসন উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে। বুধবার (২৭ আগস্ট) দুপুরে ইউএনও নাছরীন আক্তারের নেতৃত্বে এ অভিযান সম্পন্ন হয়।
অভিযানে বাজারের ফুটপাত দখল করা অবৈধ দোকানপাট, হকারদের স্থাপনা এবং সড়কের ওপর রাখা বিভিন্ন সামগ্রী সরানো হয়েছে। একই সঙ্গে ব্যবসায়ী ও ইজারাদারদের সতর্কবার্তা প্রদান করা হয়েছে এবং নির্ধারিত স্থানে দোকান বসানোর নির্দেশনা দেওয়া হয়েছে।
অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেদওয়ান ইসলাম, গৌরীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আয়শা আক্তার, দাউদকান্দি মডেল থানার পুলিশ সদস্য, বাজার পরিচালনা কমিটি এবং স্বেচ্ছাসেবী সংগঠন ধানসিঁড়ির সদস্যরা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাছরীন আক্তার বলেন, “সাধারণ মানুষের স্বাভাবিক চলাচল নিশ্চিত করতেই এ অভিযান পরিচালনা করা হয়েছে। বাজার এলাকায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।”

