চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ মাহবুব আলম (৩৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তিনি একাধিক মাদক ও বিশেষ ক্ষমতা আইনের মামলার পলাতক আসামি।
বুধবার (২৭ আগস্ট) বিকেল ৩টার দিকে উপজেলার হাশিমপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মাসুদ এন্টারপ্রাইজ নামক একটি পরিত্যক্ত দোকান থেকে তাকে আটক করা হয়।
আটক মাহবুব আলম ওই এলাকার মৃত আবদুল মোনাফের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চন্দনাইশ থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে একটি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার জানান, মাহবুব আলমের বিরুদ্ধে চন্দনাইশ ও বাঁশখালী থানায় একাধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হবে।

