
মাসুদ রানা,চাঁদপুর
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার উদ্যোগে এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী এবং জুলাই যোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শুক্রবার (২৯ আগস্ট) বিকেলে চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এবং চাঁদপুর-৩ আসনে হাতপাখা প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী শেখ মুহাম্মদ জয়নাল আবদিন। প্রধান বক্তা ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় পাবলিক বিশ্ববিদ্যালয় বিষয়ক সম্পাদক আশিকুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সভাপতি মাওলানা মাকসুদুর রহমান এবং সেক্রেটারি জেনারেল কে এম ইয়াসিন রাশেদসানী।
প্রধান অতিথির বক্তব্যে শেখ জয়নাল আবদিন বলেন, "মেধাবী হওয়ার চেয়েও আদর্শবান ও নীতিবান হওয়াটা বেশি জরুরি। জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের কাছে দেশ ও জাতির অনেক প্রত্যাশা রয়েছে।" তিনি আরও বলেন, "জুলাই যোদ্ধারা একটি নতুন রাষ্ট্র গঠনের স্বপ্ন নিয়ে এগিয়েছে, তাদের যুদ্ধ এখনো শেষ হয়নি। আদর্শ রাষ্ট্র প্রতিষ্ঠাই তাদের চূড়ান্ত লক্ষ্য।"
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ইংল্যান্ড শাখার সহ-সভাপতি অ্যাডভোকেট মোঃ শফিকুল ইসলাম মিয়া, নাগরিক সমাজ প্রতিনিধি আলহাজ্ব মামুনুর রশিদ বেলাল, ডায়াবেটিক হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মশিউর রহমান, আইডিয়াল একাডেমির অধ্যক্ষ খান মো. নিয়াজ মোর্শেদ, ইউনি এইড চাঁদপুর শাখার পরিচালক হাফিজ আল আসাদ বাবরসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
সংগঠনের জেলা সভাপতি ডিএম ফয়সালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কে এম মাসুদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত এ আয়োজনে কৃতি শিক্ষার্থী ও জুলাই যোদ্ধাদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.