হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জের মাধবপুরে বন বিভাগ ও র্যাবের যৌথ অভিযানে তিনজন গাছ পাচারকারীকে আটক করে থানায় সোপর্দ করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে রঘুনন্দন রেঞ্জাধীন জগদীশপুর বিটের ফরেস্টার মোঃ গোলাম কাদিরের নেতৃত্বে বন বিভাগের সঙ্গীয় স্টাফ এবং র্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের আট সদস্যের একটি টহল দল এ অভিযান পরিচালনা করে।
অভিযানকালে মাধবপুরের তেলিয়াপাড়া রেলগেইট এলাকায় নাম্বারবিহীন দুটি ট্রাক্টর গাড়িতে বোঝাই করা আকাশমনি ও গ্রামীণ প্রজাতির বিভিন্ন গাছের গোলকাঠসহ তিন পাচারকারীকে হাতেনাতে আটক করা হয়।
আটককৃতরা হলেন, ১.রসুলপুর গ্রামের মৃত গাফফার মিয়ার ছেলে মোহাম্মদ সাইফুল মিয়া (৩০) ২.সুরমা চা-বাগান (রেঙ্গু টিলা) এলাকার শিবলাল মুন্ডার ছেলে পান্না মুন্ডা (৩৫)
৩.একই এলাকার বিজয় মুন্ডার ছেলে মঙ্গল মুন্ডা (৩৬)
অভিযান শেষে আটক তিনজনকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মাধবপুর থানায় সোপর্দ করা হয়েছে।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সহিদ উল্লা সত্যতা নিশ্চিত করে জানান, “রাতে তিনজন আসামিকে আমাদের থানায় রাখা হয়েছিল। পরে সকালে বন বিভাগের কর্মকর্তারা এসে তাঁদের নিয়ে যান আদালতে প্রেরণ করার জন্য।

                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    