হোসাইন মোহাম্মদ দিদার,দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি
ভিপি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে গণ অধিকার পরিষদ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।
শনিবার (৩০ আগস্ট) বিকেলে দাউদকান্দি উপজেলা মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় প্রেসক্লাবের সামনে সমাবেশে মিলিত হয়।
উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতি জিসান মিয়াজীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন— যুব অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির শ্রমবিষয়ক সম্পাদক ফয়সাল সরকার, কুমিল্লা উত্তর জেলা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রেদোয়ান শাকিল, গণ অধিকার পরিষদ দাউদকান্দি উপজেলা শাখার সাধারণ সম্পাদক শামীম আহম্মেদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, “ভিপি নুর দেশের সাধারণ মানুষের অধিকার আদায়ের লড়াই করছেন।
তার ওপর ন্যাক্কারজনক হামলা গণতন্ত্র ও জনগণের কণ্ঠরোধের শামিল। আমরা এ হামলার তীব্র নিন্দা জানাই এবং অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টন্তমূলক শাস্তির দাবি করছি।
বিক্ষোভ মিছিলে উপজেলা গণ অধিকার পরিষদ, ছাত্র অধিকার পরিষদ ও যুব অধিকার পরিষদের শতাধিক নেতা-কর্মী অংশ নেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.