Nabadhara
ঢাকারবিবার , ৩১ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

লক্ষ্মীপুরে আন্তর্জাতিক গুম বিরোধী দিবস পালিত

লক্ষ্মীপুর প্রতিনিধি
আগস্ট ৩১, ২০২৫ ১২:৩৮ অপরাহ্ণ
Link Copied!

লক্ষ্মীপুর প্রতিনিধি


লক্ষ্মীপুরে আন্তর্জাতিক গুম বিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন কর্মসূচি পালন করেছে মানবাধিকার সংগঠন ‘অধিকার’। শনিবার (৩০ আগস্ট) সকালে লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে গুমের শিকার ব্যক্তিদের স্বজনরা অংশগ্রহণ করেন এবং তাদের প্রিয়জনদের সন্ধানের দাবিতে মানবিক আহ্বান জানান।

অনুষ্ঠানটি পরিচালনা করেন অধিকার লক্ষ্মীপুর জেলার ফোকাল পার্সন মাসুদুর রহমান খান ভুট্টু। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, বিগত আওয়ামী লীগ সরকারের সময় আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে লক্ষ্মীপুর থেকে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন মানুষ গুম হন। ১০-১২ বছর পার হলেও তাদের কোনো হদিস মেলেনি। ফলে দীর্ঘ সময় ধরে পরিবারগুলো নিদারুণ কষ্টে দিন পার করছেন।

মানববন্ধনে উপস্থিত ছিলেন গুমের শিকার বিএনপি নেতা ওমর ফারুক, যুবদল নেতা ইকবাল মাহমুদ জুয়েল, বিএনপি নেতা বেলাল হোসেন, রাজু ও আলমগীরের পরিবারের সদস্য ও স্বজনরা। তারা গুম হওয়া প্রিয়জনদের সন্ধান ও ঘটনার সাথে জড়িতদের বিচারের দাবি জানান।

ওমর ফারুকের স্ত্রী পারভীন আক্তার বলেন, “২০১৪ সালের ৪ ফেব্রুয়ারি চট্টগ্রামের পতেঙ্গা এলাকা থেকে এক আত্মীয়ের বাসা থেকে আমার স্বামীকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তুলে নেওয়া হয়। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাইনি।”

হাজিরপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক বেলাল হোসেনের ছেলে মোজাহিদুল ইসলাম স্বাধীন বলেন, “২০১৩ সালের ১৫ ডিসেম্বর আমার বাবাকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তুলে নেওয়া হয়। আজ পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি। ৫ আগস্টের পর আয়না ঘর থেকে অনেকে ছাড়া পেয়েছেন, তাই আমরা এখনো আশাবাদী।”

স্বজনরা বলেন, তারা শুধু জানতে চান,গুম হওয়া প্রিয়জনেরা জীবিত না মৃত? তারা যেন অন্তত জানার অধিকারটুকু পায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।