প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ৪, ২০২৫, ৮:৫৯ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৭, ২০২১, ৮:০৬ অপরাহ্ণ
কোটালীপাড়ায় করোনা রোগীদের সেবায় স্বেচ্ছাসেবীদের প্রশিক্ষণ

কোটালীপাড়া প্রতিনিধিঃ
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় করোনা রোগীদের সেবায় জ্ঞানের আলো ফাউন্ডেশনের ‘টিম লাইফ সাপোর্ট’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের প্রশিক্ষণ ও কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
আজ শনিবার উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের হলরুমে করোনা রোগীদের সেবায় সংগঠনটির ৬০ জন স্বেচ্ছাসেবক প্রশিক্ষণ গ্রহণ করেন। কোটালীপাড়া হাসপাতালের চিকিৎসক সামসুল আরেফিন ও সবুজ সিকদার স্বেচ্ছাসেবীদের প্রশিক্ষণ প্রদান করেন। প্রশিক্ষণ শেষে সংগঠনটির কার্যক্রমের উদ্বোধন করেন কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদাউস ওয়াহিদ।
এ সময় সংগঠনটির পক্ষ থেকে সকল স্বেচ্ছাসেকদের মাঝে পিপিইসহ সুরক্ষা সামগ্রী প্রদান করা হয়।
জ্ঞানের আলো ফাউন্ডেশনের পরিচালক সুশান্ত মন্ডল নবধারা কে বলেন, মানবতার সেবায় সদা জাগ্রত থেকে কোটালীপাড়া উপজেলার করোনা রোগীদের সেবায় কাজ করবে ‘টিম লাইফ সাপোর্ট’। ১২ টি ইউনিটের এই টিমে কাজ করবে ৫ শতাধিক স্বেচ্ছাসেবী। আমাদের এই কার্যক্রমে বাংলাদেশ পুলিশ বাহিনীর ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান স্যারসহ কিছু মানবিক মানুষ ২২ টি অক্সিজেন সিলিন্ডার ও স্বেচ্ছাসেবকদের জন্য সুরক্ষা সামগ্রী দিয়েছেন। করোনা রোগে আক্রান্ত মুমূর্ষ শ্বাসকষ্টজনিত রোগীদের অক্সিজেনসেবা, দরিদ্র করোনা রোগীদের বিনামূল্যে ওষুধ সরবরাহসহ সবধরনের সেবায় নিয়োজিত থাকবে সংগঠনটির সদস্যেরা।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.