দুমকি( পটুয়াখালী) প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পটুয়াখালীর দুমকি উপজেলার পাঙ্গাসিয়া ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে এক আলোচনা সভা ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচি পালিত হয়েছে।
সোমবার ( ৮ সেপ্টেম্বর) বিকাল ৪টায় পাংগাশিয়া নেছারিয়া কামিল মাদ্রাসা সংলগ্ন সাইক্লোন শেল্টারে এ সদস্য সংগ্রহ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।
পাঙ্গাসিয়া ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি মোঃ আনোয়ার হোসেন ফরাজীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুমকি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন হাওলাদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুমকি উপজেলা বিএনপি’র সাবেক সদস্য মোঃ মতিউর রহমান দিপু। জেলা বিএনপির সদস্য আনোয়ার হোসেন বাদল ।
অতিথিরা তাদের বক্তব্যে বলেন,দীর্ঘ ৪৭ বছরের এক দুর্গমপথ পাড়ি দিয়ে আজকের পর্যন্ত আসতে হয়েছে। এখনও ষড়যন্ত্র থেমে নাই। তারুন্যের অহংকার দেশ নায়ক তারেক রহমানের সুযোগ্য নেতৃত্বে সকল ষড়যন্ত্র মোকাবিলা করে দলটি এদেশের মানুষের নেতৃত্ব দিবে এবং দেশ পরিচালনা করবে। সব কিছুর উর্ধ্বে দলকে প্রধান্য দিয়ে ঐক্যবদ্ধ থেকে দলের শক্তি বৃদ্ধিতে সকলের কাজ করতে হবে।
এ সময় তিনি নতুন সদস্যদের দলে স্বাগত জানান এবং দলের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে কাজ করার আহ্বান জানান। বিএনপি নেতা মোঃ মিজানুর রহমান প্যাদার সঞ্চালনায় উপস্থিত ছিলেন পাংগাশিয়া ইউনিয়নের সাধারণ সম্পাদক সরোয়ার মন্নান গাজী, আলাউদ্দিন হাওলাদার, যুবদল নেতা মহিউদ্দিন রিপন মুন্সী, কবির হোসেন প্যাদা, বেল্লাল মোল্লা, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সুমন শরীফ প্রমুখ।
অনুষ্ঠানে স্থানীয় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন। সকলে দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন এবং নতুন সদস্য সংগ্রহের মাধ্যমে দলকে আরও শক্তিশালী করার অঙ্গীকার করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.