কবিরহোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের জেলা শাখার নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ সেপ্টেম্বর, ২০২৫) দুপুরে আইনজীবী সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত এই সভায় নবগঠিত কমিটির সর্বকনিষ্ঠ সদস্য, অ্যাডভোকেট হেমায়েত হোসেনকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি অ্যাডভোকেট আশরাফ আলী নান্নু। তিনি নবীন আইনজীবীদের সততা ও নিষ্ঠার সাথে কাজ করার আহ্বান জানান।
নবগঠিত কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট জসিমউদ্দিন মৃধা তার বক্তব্যে বলেন, এই কমিটি ফরিদপুরের আইনজীবীদের অধিকার রক্ষায় কাজ করবে এবং আইনের শাসন প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে। তিনি তরুণ আইনজীবীদের মেধা ও কর্মস্পৃহার প্রশংসা করেন।
কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট শফিউদ্দিন মুন্সী শফিক নবগঠিত কমিটির ভবিষ্যৎ কার্যক্রমের রূপরেখা তুলে ধরেন। এছাড়াও, অ্যাডভোকেট এ.কে.এম হাবিবুর রহমান হাফিজসহ অন্যান্য সিনিয়র আইনজীবীরা তাদের মূল্যবান মতামত ও দিকনির্দেশনা প্রদান করেন।
সবশেষে, কমিটির সর্বকনিষ্ঠ সদস্য অ্যাডভোকেট হেমায়েত হোসেন তার সংক্ষিপ্ত বক্তব্যে সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, তিনি তার দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করবেন।
নবীন ও প্রবীণ আইনজীবীদের অংশগ্রহণে এই পরিচিতি সভাটি একটি মিলনমেলায় পরিণত হয়, যেখানে আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।

