নেপালের বিক্ষোভকারীরা দেশটির সাবেক প্রধানমন্ত্রী ঝালনাথ কানালের বাড়িতে আগুন দেওয়ায় তার স্ত্রী রাজ্যলক্ষ্মী চিত্রকর সেখানে আটকে পড়ে নিহত হয়েছেন।
কাঠমান্ডুতে দেশটির সাবেক প্রধানমন্ত্রী ঝালনাথ খানালের বাড়িতে হামলা চালায় বিক্ষোভকারীরা। এক পর্যায়ে আগুন দেয়া হয় বাড়ির বিভিন্ন স্থানে। এ সময় ভেতরে ছিলেন খানালের স্ত্রীসহ অনেকেই। বাকিরা বের হতে পারলেও আটকা পড়েন খানালের স্ত্রী রাজ্যলক্ষ্মী চিত্রকর।
পারিবারিক সূত্র জানায়, আহত রাজ্যলক্ষ্মী চিত্রকরকে উদ্ধার করে কীর্তিপুর বার্ন হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা অলির পদত্যাগের ঘোষণার আগেই সকালে বিক্ষোভকারীরা ভক্তপুরের বালকোট এলাকায় তার ব্যক্তিগত বাসভবনে আগুন ধরিয়ে দেন।
সূত্র: এনডিটিভি নিউজ।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.