Nabadhara
ঢাকাশনিবার , ১৩ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

সিলেট মেট্রোপলিটন পুলিশ কাজ করবে সিলেট নগরবাসীর ইচ্ছা অনুযায়ী

মো : সাদ্দাম হোসেন, সিলেট প্রতিনিধি
সেপ্টেম্বর ১৩, ২০২৫ ৮:৪২ অপরাহ্ণ
Link Copied!

মো : সাদ্দাম হোসেন, সিলেট প্রতিনিধি

আজ এসএমপি সদর দপ্তর কনফারেন্স রুমে সিলেট মেট্রোপলিটন পুলিশের নবনিযুক্ত পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম, সাথে সিলেটের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ফুটপাত সমস্যা, যানজট দূরীকরণ, অবৈধ সিএনজি স্ট্যান্ড বন্ধ করা,অসামাজিক কার্যকলাপ বন্ধ করা, সন্ধ্যার পর আড্ডা বন্ধ করা,তীর জুয়া,চুরি, ছিনতাই বন্ধ করা, প্রবাসীদের যায়গা ও বাসা দখল মুক্তকরণ,মাদক স্পট ওমাদকসেবীদের আস্তানায় অভিযান পরিচালনা করা সহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। পুলিশ কমিশনার তাদের তুলে ধরা সমস্যার প্রেক্ষিতে দ্রুততম সময়ের মধ্যে সমস্যা সমাধানের আশ্বাস প্রদান করেন।

পুলিশ কমিশনার বলেন সিলেট মেট্রোপলিটন পুলিশ কাজ করবে সিলেট নগরবাসীর ইচ্ছা অনুযায়ী। তিনি বলেন, সিলেট একটি পূণ্যভূমি এখানে অনাচার চলতে পারে না। তিনি এখানকার রাজনৈতিক দলগুলোর মধ্যে সম্প্রীতি রয়েছে উল্লেখ করে প্রশংসা করেন । তিনি সকল প্রকার সমস্যা সমাধানের জন্য সকলের সহযোগিতা কামনা করেন। তিনি আরও জানান, নগরীর পুলিশের সেবা সহজ করতে GenieA.app আগামী ১ অক্টোবর ২০২৫ থেকে আমরা চালু করতে যাচ্ছি। এই অ্যাপের মাধ্যমে নাগরিকরা দ্রুত পুলিশি সেবা পাবেন। গত ০২ (দুই) দিনে সিলেট মেট্রোপলিনট পুলিশের অভিযানে ৭৮ জনকে আটক করা হয়েছে। তিনি বলেন, “অপরাধ শূন্যেতে না আসা পর্যন্ত অভিযান চলমান থাকবে।

উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসারবৃন্দ ও সিলেটের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।