নবধারা ডেস্ক
উত্তরা এলাকায় বিএনপি নেতা ফজলুর রহমানের বাড়ির সামনে উত্তেজনাকর স্লোগান দিয়ে সবশেষ আলোচনায় আসা ফারজানা তমা চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার হয়েছেন।
পুলিশ জানায়, শুক্রবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় উত্তরার জসিম উদ্দিন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ফারজানার বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে মামলা করা হয়।
এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী রিয়াজ উদ্দিন আহমেদ বাদী হয়ে অভিযোগ করেন, গত ১১ সেপ্টেম্বর রাত ১টা ১০ মিনিটে ফারজানা তমা ও আরও কয়েকজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি তার বাড়িতে প্রবেশ করে। তারা পূর্বের একটি মামলায় আপস করানোর নাম করে ভুক্তভোগীর ভগ্নিপতিকে মুক্ত করার শর্তে ১০ লাখ টাকা দাবি করেন।
ভুক্তভোগী পরিবার ৫ লাখ ৫০ হাজার টাকা প্রদান করে, কিন্তু অবশিষ্ট ৪ লাখ ৫০ হাজার টাকা না দিলে বড় ক্ষতির হুমকি দেওয়া হয়। অভিযোগে বলা হয়েছে, তারা ভুক্তভোগী পরিবারকে নানারকম হুমকি দিয়ে চলে যান।
পুলিশ দ্রুত অভিযান চালিয়ে প্রথমে সমন্বয়ক নোমান রেজাকে গ্রেপ্তার করে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে সমন্বয়ক তানজিল ও ফারজানা তমাকেও উত্তরার জসিম উদ্দিন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
উত্তরা পশ্চিম থানার কর্মকর্তা জানান, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ফারজানা তমাসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে আদালতে হাজির করা হয়েছে।
উল্লেখ্য, ফারজানা তমা আগে মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের বাসা ঘেরাও ও তাকে নিয়ে স্লোগান দেওয়ার ঘটনায় আলোচিত হয়ে উঠেছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.