Nabadhara
ঢাকাসোমবার , ১৫ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

চাঁপাইনবাবগঞ্জে কবরস্থানে ক’কটেল বি/স্ফোরণ, এলাকায় আ’তঙ্ক

হাবিবুল বারি হাবিব, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
সেপ্টেম্বর ১৫, ২০২৫ ৬:৩০ অপরাহ্ণ
Link Copied!

হাবিবুল বারি হাবিব, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার রানিহাটি ইউনিয়নের ধুমিহায়াতপুর এলাকায় একটি পারিবারিক কবরস্থানে পুঁতে রাখা বিপুল সংখ্যক ককটেলের বিস্ফোরণ ঘটেছে। সোমবার ভোররাত চারটার দিকে একের পর এক বিস্ফোরণে পুরো এলাকা কেঁপে ওঠে ।

স্থানীয় বাসিন্দারা জানান, হঠাৎ বিকট শব্দে তাদের ঘুম ভেঙে যায়। পরে বাইরে বের হয়ে দেখতে পান, কবরস্থানের ভেতর থেকে ধারাবাহিকভাবে ককটেল বিস্ফোরণের শব্দ আসছে। এতে কবরস্থানের পাশের সীমানা প্রাচীর ভেঙে পড়ে। তবে সৌভাগ্যক্রমে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি । খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে।

আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানান, সেখানে প্রায় ৪০ থেকে ৫০টি ককটেল পুঁতে রাখা ছিল বলে ধারণা করা হচ্ছে। কে বা কারা এসব বিস্ফোরক সেখানে মজুত করেছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।

স্থানীয়রা আশঙ্কা প্রকাশ করে বলেন, যদি রাতের অন্য কোনো সময়ে বিস্ফোরণ ঘটতো তবে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত । এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এ.এন.এম. ওয়াসিম ফিরোজ বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দেখে মনে হচ্ছে মজুদ রাখা ককটেল বিস্ফোরণ হয়েছে। কারা এই ককটেল মজুদকারী তাদের খুঁজে বের করে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।