শফিকুল ইসলাম সাফা,স্টাফ রিপোর্টার
বাগেরহাটের চিতলমারীর ঐতিহ্যবাহী শেরে বাংলা ডিগ্রি কলেজের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে ফুল দিয়ে বরণ করা হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় একাদশ শ্রেণির শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়।
উদ্বোধনী ক্লাসে নবীন শিক্ষার্থীদের সাথে শিক্ষকদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। পরিচিতি সভা শেষে নবীন শিক্ষার্থীদের রজনীগন্ধার স্টিক দিয়ে বরণ করে নেওয়া হয়।
এসময় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিজানুর রহমান কাজীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ পরিচালনা পরিষদের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রুনা গাজী। বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ফজলুল হক, সহকারী অধ্যাপক মঈনুদ্দিন শেখ, চন্দ্রশেখর মিস্ত্রী, আক্কাজ আলী, হুমায়ুন কবির প্রিন্স, মো. খায়রুল ইসলাম ও প্রভাষক বিজয়া রায় চৌধুরী প্রমুখ।
অনুষ্ঠানে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির জেনারেল ও বিএমটি শাখার দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.