ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের ভাঙ্গায় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে সর্বদলীয় সংগ্রাম পরিষদের অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে সরকারি অফিস ও থানায় নাশকতার ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বেলা দেড়টার দিকে ভাঙ্গা ঈদগাহ চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, ফরিদপুর-৪ আসনের আলগি ও হামিদদী ইউনিয়ন কেটে নেওয়ার প্রতিবাদে তারা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছিলেন। কিন্তু ওই আন্দোলনকে কেন্দ্র করে একটি ফ্যাসিবাদী অপশক্তি নাশকতা ঘটিয়ে ভাঙ্গাকে অস্থিতিশীল করার চেষ্টা করেছে। এর মাধ্যমে জাতীয় নির্বাচন বানচালের পায়তারা চালানো হচ্ছে বলে অভিযোগ করেন তারা। বক্তারা এ ঘটনার তীব্র নিন্দা জানান এবং দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
এ সময় ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ইসা, ভাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আইয়ুব আলী মুন্সি প্রমুখ উপস্থিত ছিলেন।