Nabadhara
ঢাকামঙ্গলবার , ১৬ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

দেওয়ানগঞ্জে গৃহবধূ সুমাইয়া হ’ত্যা, বিচার দা’বিতে মা’নববন্ধন

ওসমান হারুনী(জামালপুর) বিশেষ প্রতিনিধি
সেপ্টেম্বর ১৬, ২০২৫ ৪:১৪ অপরাহ্ণ
Link Copied!

ওসমান হারুনী(জামালপুর) বিশেষ প্রতিনিধি

জামালপুরের দেওয়ানগঞ্জে শশুর বাড়িতে গৃহবধূ সুমাইয়া হত্যা ঘটনায় পুলিশ মামলা নিয়ে সুষ্ঠু তদন্তে জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচার দাবিতে  মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরের দেওয়ানগঞ্জ- ইসলামপুর মহাসড়কে মোশারফগঞ্জে নিহতের স্বজন-এলাকাবাসী মানববন্ধনটি আয়োজন করে।
মানববন্ধন চলাকালে নিহত সুমাইয়ার মা নিলুফা বেগম বলেন, “আমার মেয়ের স্বাভাবিক মৃত্যু হয়নি, তাকে হত্যা করা হয়েছে। বিয়ের পর থেকেই তার উপর নির্যাতন করে আসছিল তার স্বামী-শশুর বাড়ির লোকজন। আমি এর সুষ্ঠু বিচার চাই। ঘটনার সাথে জড়িতদের পুলিশ থানায় নিয়ে কেন ছেড়ে দিল।
এছাড়াও মানববন্ধনে নিহতের স্বজন উজ্জ্বল,জাকির হোসেন,শওকতসহ এলাকাবাসীর অভিযোগ, সুমাইয়ার হত্যা ঘটনা পুলিশ মামলা নিতে গড়িমসি করছে কেন? আমরা চাই পুলিশ মামলা নিয়ে ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দ্রুত গ্রেফতার করে সঠিক বিচারের আওতায় আনা হোক।

উল্লেখ যে, গত বৃহস্পতিবার (১১সেপ্টেম্বর) ভোররাতে ৯৯৯ নম্বরে ফোন পেয়ে দেওয়ানগঞ্জ থানা  পুলিশ পাশ্ববর্তী  দেওয়ানগঞ্জ  উপজেলার বীর উৎমারচর গ্রামের শ্বশুরবাড়ি থেকে সুমাইয়ার মরদেহ উদ্ধার করে। শুক্রবার ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে।
নিহত সুমাইয়া ইসলামপুর উপজেলার মোশারফগঞ্জ তেঘুরিয়া গ্রামের মৃত শহিদের মেয়ে। প্রায় আট মাস আগে পার্শ্ববতী দেওয়ানগঞ্জ সদর ইউনিয়নের বীর উৎমারচর গ্রামের সোনা মিয়ার ছেলে সুমন (২২) এর সাথে তার বিয়ে হয়। গত ১১সেপ্টেম্বর ভোররাতে  শ্বশুরবাড়িতে সুমাইয়ার রহস্য জনক মৃত্যু হয়। এই ঘটনায় এলাকাবাসীর সহায়তা পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ঘটনার দিন সুমাইয়ার স্বামী সুমন, তার বাবা সোনাজ উদ্দিন ও মা খালেদাকে আটক করে থানায় নিলেও তিন দিন পর ছেড়ে দেওয়া হয়।

এব্যাপারে দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.নাজমুল হাসান জানান,ঘটনাটি তদন্তাধীন রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলেই মামলা নেওয়া হবে। মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।