Nabadhara
ঢাকামঙ্গলবার , ১৬ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

ধামরাই ৩১ লক্ষ টাকার হে*রোইন উ’দ্ধার, ৭ জন গ্রে/ফতার

মিলন সিদ্দিকী, ধামরাই (ঢাকা) প্রতিনিধি
সেপ্টেম্বর ১৬, ২০২৫ ৪:২১ অপরাহ্ণ
Link Copied!

মিলন সিদ্দিকী, ধামরাই (ঢাকা) প্রতিনিধি

ঢাকার ধামরাই উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় শায়েদ সিদ্দিকীসহ ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় আসামিদের বিরুদ্ধে আদালতে ৭ দিনের পুলিশ রিমান্ড আবেদন করা হলে আদালত আবেদন মঞ্জুর করেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ১২ সেপ্টেম্বর (২০২৫) ধামরাই থানার পুলিশ বিশেষ অভিযান চালিয়ে আসামিদের আটক করে। এসময় তাদের কাছ থেকে ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়, যার বাজারমূল্য প্রায় ৩১ লক্ষ টাকা।

তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে আদালত জানান, মামলাটি গুরুতর এবং আসামিদের জিজ্ঞাসাবাদে আরও তথ্য উদঘাটনের সম্ভাবনা রয়েছে। তাই তদন্তের স্বার্থে আদালত আসামিদের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

পুলিশের পক্ষ থেকে বলা হয়, আটককৃত আসামিদের জিজ্ঞাসাবাদে মাদক ব্যবসার পেছনের সিন্ডিকেট, অর্থ যোগানদাতা এবং মূল হোতাদের খুঁজে বের করার চেষ্টা চলছে। এ কারণেই রিমান্ড আবেদন করা হয়েছিল।

এদিকে, স্থানীয় সূত্রে জানা গেছে, আসামিরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবারের সঙ্গে যুক্ত ছিল। তবে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের পর পুরো বিষয়টি আরও পরিষ্কার হবে বলে মনে করছে পুলিশ।

ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম  সাংবাদিকদের এক প্রেস ব্রিফিংয়ে বলেন, “মাদক সমাজ ও দেশের জন্য একটি ভয়ঙ্কর ব্যাধি। এই মামলায় গ্রেপ্তার আসামিদের কাছ থেকে ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে, যার মূল্য প্রায় ২১ লক্ষ টাকা। তাদের রিমান্ডে এনে আমরা মাদকচক্রের মূল হোতাদের শনাক্তের চেষ্টা চালাচ্ছি। কাউকেই ছাড় দেওয়া হবে না।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।