মো.সাইফুল ইসলাম, কটিয়াদী (কিশোরগঞ্জ)
কিশোরগঞ্জের কটিয়াদীতে শারদীয় দুর্গাপূজা ২০২৫ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাঈদুল ইসলামের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় আসন্ন দুর্গাপূজা আনন্দঘন এবং নির্ভিঘ্নে উদযাপনের লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী বিভিন্ন পদক্ষেপ গ্রহণ ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হয়।
এ সময় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক লাবনী আক্তার তারানা, কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ তরিকুল ইসলাম, উপজেলা বিএনপি সভাপতি আলহাজ্ব তোফাজ্জল হোসেন খান দিলীপ, জামায়াতে ইসলামের আমির মোজাম্মেল হক জোয়ারদার, মুমুরদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দিন সাবেরী, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি দিলীপ কুমার সাহা ও সম্পাদক বিপ্লব কুমার চন্দ্র রায়।
এছাড়া উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিচালনা কমিটির সভাপতি, সাংবাদিকসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা সভায় অংশ নেন।
উপজেলা প্রশাসন জানিয়েছে, কটিয়াদীতে এ বছর মোট ৪৩টি প্রতিমা তৈরি হচ্ছে। পূজা মণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, আনসার ও স্বেচ্ছাসেবকদের সমন্বয়ে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।