Nabadhara
ঢাকাবুধবার , ১৭ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

বাঘাইহাটে অ’বৈধ অ/স্ত্র ও চাঁ’দাবাজি সহ্য করা হবে না–লেফটেন্যান্ট কর্নেল মনিরুল

সোহানুর রহমান, খাগড়াছড়ি প্রতিনিধি
সেপ্টেম্বর ১৭, ২০২৫ ৭:৫২ অপরাহ্ণ
Link Copied!

সোহানুর রহমান, খাগড়াছড়ি প্রতিনিধি 

নবাগত বাঘাইহাট জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ মনিরুল ইসলাম, পিপিএম (বার), পিএসসি বলেছেন, পাহাড়ে শান্তি ও উন্নয়ন বজায় রাখতে অবৈধ অস্ত্র ও চাঁদাবাজি রোধে সেনাবাহিনী নিবিড়ভাবে কাজ করছে।

তিনি বলেন, ‘নিরাপত্তা বাহিনী ছাড়া কারো কাছে পাহাড়ে অস্ত্র রাখার বৈধতা নেই। অস্ত্র দিয়ে মানুষের জীবন ঝুঁকির মুখে ফেলা বা চাঁদাবাজি আর সহ্য করা হবে না।’

বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে বাঘাইহাট জোনে সেনা জোনের আয়োজনে সাংবাদিক ও স্থানীয় বিশিষ্টজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় স্থানীয়রা জানান, গত কয়েক বছর ধরে অবৈধ অস্ত্র ও চাঁদাবাজির কারণে সাধারণ মানুষ চরম অসুবিধার মধ্যে ছিল। তারা আশা প্রকাশ করেছেন, নবাগত অধিনায়কের নেতৃত্বে নিরাপত্তা আরও দৃঢ় হবে এবং সাধারণ মানুষ স্বস্তিতে জীবনযাপন করতে পারবে।

সভায় বিদায়ী জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ মাসুদ রানা, পিএসসি উপস্থিত ছিলেন। তিনি সাংবাদিকদের কাজের প্রশংসা করে বলেন, ‘সাংবাদিকরা পাহাড়ে নিরাপত্তা ও উন্নয়নমূলক কার্যক্রম তুলে ধরায় সাধারণ মানুষ সচেতন হচ্ছে এবং সমস্যা সমাধানে সহায়তা পাচ্ছে।’

সাংবাদিকরা উল্লেখ করেছেন, পাহাড়ে সুপেয় পানির অভাব, পর্যাপ্ত নিরাপত্তা ও পর্যটন কেন্দ্রিক উন্নয়ন এখনও চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে। অন্যদিকে স্থানীয় ব্যবসায়ী, রাজনৈতিক, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের নেতারা বিদায়ী জোন অধিনায়কের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের প্রশংসা করেছেন এবং আশা প্রকাশ করেছেন, নবাগত অধিনায়ক এই কার্যক্রম অব্যাহত রাখবেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।