ওসমান হারুনী,(জামালপুর)বিশেষ প্রতিনিধি
জামালপুরে পৃথক সময়ে দুইজন শিশুকে ধর্ষণের ঘটনায় পৃথকভাবে দায়ের হওয়া দুইটি মামলার রায় প্রদান করা হয়েছে।
একজন শিশুকে অপহরণ ও ধর্ষণ এবং অপর এক শিশুকে ধর্ষণের অভিযোগে উভয় মামলায় আবু সাঈদ রবিন (২৫) নামে এক যুবককে পৃথকভাবে যাবজ্জীবন কারাদণ্ড , ১৪ বছর সশ্রম কারাদ- ও মোট দুই লাখ পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে আদালত। বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল- ১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম দুইটি মামলার রায় ঘোষণা করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট ফজলুল হক জানান, জামালপুর সদর উপজেলার তুলশীরচর এলাকার ইকবাল হোসেনের ১৪ বছর বয়সী কন্যা শিশুকে স্কুলে যাতায়াতের সময় উত্যক্ত করত তার প্রতিবেশী মো: আনোয়ার হোসেনের ছেলে আবু সাঈদ রবিন। এ ব্যাপারে তার বাবা-মাকে অভিযোগ দিলে সে আরও ক্ষিপ্ত হয়ে উঠে। ২০২১ সালের ৫ ফেব্রুয়ারী কন্যা শিশুটি সদর উপজেলার নরুন্দি হাজীপাড়া এলাকায় তার নানা বাড়িতে বেড়াতে যায়। নানা বাড়ি থেকে পরের দিন ৬ ফেব্রুয়ারী সকালে সে স্কুলে পাঠ্যবই আনার জন্য রওনা দেয়। আগে থেকে ওৎ পেতে থাকা আবু সাঈদ রবিন পথে ওই কন্যা শিশুটিকে জোরপূর্বক একটি সিএনজিতে করে অপহরণ করে। পরে অজ্ঞাত স্থানে নিয়ে ওই শিশুটিতে ধর্ষণ করে আবু সাঈদ রবিন।
এ ঘটনায় নির্যাতনের শিকার শিশুর বাবা ইকবাল হোসেন গত ২০২১ সালের ১১ ফেব্রুয়ারী আবু সাঈদ রবিনকে আসামী করে আদালতে মামলা দায়ের করেন। আদালতের নির্দেশে তদন্ত শেষে গত ২০২১ সালের ২২ জুন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) আদালতে মামলার অভিযোগপত্র দাখিল করে। এই মামলায় ৬ জনের স্বাক্ষ্য গ্রহন শেষে অভিযুক্ত আবু সাঈদ রবিনকে আলাদা দুটি ধারায় যাবজ্জীবন কারাদণ্ড, ১৪ বছরের সশ্রম কারাদ- ও দেড় লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল- ১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম।
পিপি অ্যাডভোকেট ফজলুল হক আরো জানান, গত ২০২৩ সালের ৯ এপ্রিল দুুপরে আবু সাঈদ রবিনের ঘরে অপর প্রতিবেশী রেজা খানের ১১ বছর বয়সী কন্যা শিশু কাপড়-চোপড় আনতে যায়। এ সময় কন্যা শিশুটিকে একা পেয়ে নিজের ঘরেই জোরপূর্বক ধর্ষণ করে আবু সাঈদ রবিন। এ ঘটনায় নির্যাতনের শিকার শিশুর মা ঝর্ণা খাতুন ঘটনার পরের দিন ১০ এপ্রিল জামালপুর সদর থানায় আবু সাঈদ রবিনকে আসামী করে মামলা দায়ের করেন। গত ২০২৩ সালের ১৭ আগষ্ট আদালতে মামলার অভিযোগপত্র দাখিল করে পুলিশ।
এ মামলায় ৭ জনের স্বাক্ষ্য গ্রহন শেষে আসামী আবু সাঈদ রবিনকে যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেন একই আদালতের বিচারক। জরিমানার অর্থ নির্যাতনের শিকার শিশুকে প্রদানের আদেশ দেয়া হয়।
রাষ্ট্রপক্ষ এই রায়ে সন্তুষ্টি প্রকাশ করে। তবে আসামী পলাতক থাকায় আসামীর অনুপস্থিতিতেই রায় ঘোষণা করা হয়। আসামীপক্ষে দুইটি মামলাই পরিচালনা করেন অ্যাডভোকেট মো: আনোয়ার হোসেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.