নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের নান্দাইলে শুরু হলো বহুল প্রত্যাশিত পৌর পার্ক নির্মাণের কার্যক্রম। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে আনুষ্ঠানিকভাবে এ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সারমিনা সাত্তার।
ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে ইউএনও সারমিনা সাত্তার বলেন, “নান্দাইল পৌরবাসী দীর্ঘদিন ধরে একটি বিনোদন কেন্দ্রের প্রত্যাশায় ছিলেন। এ পার্ক নির্মাণ হলে শিশু-কিশোর থেকে শুরু করে সব বয়সী মানুষ পরিবার-পরিজন নিয়ে নির্ভেজাল আনন্দ উপভোগ করতে পারবেন। পাশাপাশি শহরের সৌন্দর্যও বৃদ্ধি পাবে।”
এসময় পৌরসভার জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রকল্প সূত্রে জানা গেছে, আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত এ পার্কে শিশুদের জন্য আলাদা খেলার জায়গা, বসার ব্যবস্থা, হাঁটার ট্র্যাকসহ বিনোদনের নানা আয়োজন থাকবে। স্থানীয়দের প্রত্যাশা, এ পার্ক নির্মাণ সম্পন্ন হলে নান্দাইলবাসীর দীর্ঘদিনের চাহিদা পূরণ হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.