সাইফুল ইসলাম, বাবুগঞ্জ বরিশাল প্রতিনিধি
বৃহস্পতিবার বরিশাল মহানগরের পোর্ট রোড এলাকায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (NSI) তথ্যের ভিত্তিতে পরিচালিত এক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ মাছ ধরার জাল জব্দ ও ধ্বংস করা হয়েছে।
জেলা প্রশাসনের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মুহাম্মদ শাফিনুর রহমান আকন্দের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে অংশ নেয় বরিশাল সদর সিনিয়র উপজেলা মৎস্য অফিস, এনএসআই বরিশাল এবং বরিশাল মেট্রোপলিটন পুলিশ।
অভিযান চলাকালে পোর্ট রোড এলাকার পাঁচটি গুদামে তল্লাশি চালিয়ে প্রায় ৪৫০ পিস নিষিদ্ধ কারেন্ট জাল ও ৬০০ পিস অবৈধ চায়না দুয়ারী জাল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৬ লক্ষ টাকা।
মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর বিভিন্ন ধারায় পাঁচটি পৃথক মামলায় মোট ২৬ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে এবং একজনকে মোবাইল কোর্টের মাধ্যমে এক বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
উদ্ধারকৃত অবৈধ জালগুলো জব্দপূর্বক পুড়িয়ে ধ্বংস করা হয়। জাল পুড়িয়ে ফেলার সময় ফায়ার সার্ভিস বরিশাল নিরাপত্তা নিশ্চিত করতে সহায়তা করে।
জেলা প্রশাসন জানিয়েছে, মৎস্য সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.