নবধারা ডেস্ক নিউজ
সপ্তাহের মধ্যে সবচেয়ে বরকতময় ও গুরুত্বপূর্ণ দিন হলো শুক্রবার বা জুমার দিন। ইসলামে এই দিনের মর্যাদা ঈদুল ফিতর ও ঈদুল আজহার মতোই সম্মানজনক ধরা হয়। মুসলমানদের কাছে এ দিনটি বিশেষ ফজিলতের দিন। আল্লাহ তায়ালা এ দিনের গুরুত্ব বোঝাতে কোরআনে “সূরা জুমা” নাজিল করেছেন।
কোরআনে আল্লাহ বলেন, “হে ঈমানদারগণ! যখন জুমার দিনের নামাজের জন্য আজান দেওয়া হয়, তখন আল্লাহর স্মরণের দিকে ধাবিত হও এবং ব্যবসা-বাণিজ্য বন্ধ রাখো। এটা তোমাদের জন্য উত্তম, যদি তোমরা বুঝতে পারো। আর যখন নামাজ শেষ হয়ে যাবে, তখন জমিনে ছড়িয়ে পড়ো এবং আল্লাহর অনুগ্রহ (রিজিক) খুঁজে নাও। আল্লাহকে বেশি বেশি স্মরণ করো, যাতে তোমরা সফল হতে পারো।” (সূরা জুমা: ৯-১০)
রাসুলুল্লাহ (সা.) বিভিন্ন হাদিসে জুমার দিনের ফজিলত উল্লেখ করেছেন। তার মধ্যে কয়েকটি হলো—
১. জুমার দিন হলো সপ্তাহের সেরা দিন।
২.এ দিনে দোয়া কবুল হওয়ার বিশেষ মুহূর্ত রয়েছে।
৩. জুমার দিন গুনাহ মাফ হওয়ার সুযোগ মেলে।
৪. এই দিনে বেশি বেশি ইবাদত ও দরুদ পড়ার নির্দেশ দেওয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.