দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুরে একই গ্রামে ৪ ভাইয়ের বাড়ি দূর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। সশস্ত্র ডাকাতদল নগদ টাকা ও স্বর্ণালংকার সহ ৫ লক্ষাধিকার সম্পদ লুট করে নিয়েছে বলে অভিযোগ করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার প্রাগপুর ইউনিয়নের ভাটইমাঠ কালু সর্দারের পাড়া গ্রামে ডাকাতির এ ঘটনা ঘটেছে।
ডাকাতি হওয়া পরিবার ও স্থানীয় সূত্র জানায়. ওইদিন গভীর রাতে ২০-২৫ জনের তরুণ বয়সী সশস্ত্র ডাকাত ভাটইমাঠ কালু সর্দারের পাড়ায় মৃত বাঁকী বিশ^াসের ছেলে জয়নুল বিশ^াস (৪৫), মাসুদ বিশ^াস (৪২), মুক্তা বিশ্বাস (৩৮) ও আনারুল বিশ্বাস (৩৫) এর বাড়িতে টিনের বেড়া ভেঙে প্রবেশ করে। এসময় ডাকাত দল ৪ বাড়ির গৃহকর্তাসহ বাড়ির লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে ব্যাপক লুটপাট চালায়। বাড়ির লোকজন ডাকাতদের বাঁধা দেওয়ার চেষ্টা করলে ডাকাতদল তাদের বেধড়ক মারপিট করে ঘরে থাকা নগদ টাকা, স্বর্ণালংকার ও রৌপ্য সহ ৫ লক্ষাধিক টাকার সম্পাদ লুট করে ঘটনাস্থল থেকে নির্বিগ্নে চলে যায়। তবে চলে যাওয়ার সময় ডাকাতির ঘটনায় থানায় অভিযোগ বা এ নিয়ে বাড়াবাড়ি না করার জন্য হুমকি দিয়ে যায়। ডাকাতির শিকার ৪ ভাই ক্ষুদ্র ব্যবসার পাশাপাশি কৃষিকাজও করে থাকেন।
ভুক্তভোগী মাসুদ বিশ্বাস জানান, ২০-২৫ বছর বয়সী ২০-২৫ জন ডাকাত দেশীয় ও আগ্নেয়াস্ত্র নিয়ে আমাদের ৪ ভাইয়ের বাড়িতে প্রবেশ করে। পরে তারা অস্ত্রের মুখে বাড়ির নারী-পুরুষ সকলকে জিম্মি করে ব্যাপক লুটপাট চালায়। এসময় ডাকাতদের বাঁধা দেওয়ার চেষ্টা করা হলে তারা বাড়ির লোকজনকে মারপিট গুলি করে হত্যার হুমকি দেয়। ডাকাত দল নগদ টাকা, স্বর্ণ ও রৌপ্যের অলংকার সহ ৫ লক্ষাধিক টাকার মালামাল লুট করে। তারা যাওয়ার সময় এ নিয়ে বাড়াবাড়ির না করার জন্য হুমকি দিয়ে ঘটনাস্থল থেকে নিরাপদে চলে যায়। এ ঘটনায় দৌলতপুর থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
৪ ভাইয়ের বাড়িতে ডাকাতির ঘটনার বিষয়ে দৌলতপুর থানার ওসি মো. সেলাইমান শেখ জানান, ডাকাতির ঘটনা আমি শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তারা সেখানে কাজ করছে। ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় আনা হবে। ছবি : ডাকাতি হওয়া ৪ ভাইয়ের বাড়ি।