বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
ধর্মীয় অনুশাসনভিত্তিক রাজনীতিতে অনুপ্রাণিত হয়ে বাবুগঞ্জ উপজেলার চাদঁপাশা ইউনিয়নের ৫নং ওয়ার্ডে অনুষ্ঠিত সাধারণ সভায় একসঙ্গে ২০ জন যুবক বাংলাদেশ জামায়াতে ইসলামীতে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন। শুক্রবার সকাল ৯:০০টায় অনুষ্ঠিত এই সাধারণ সভায় নবাগতদেরকে জামায়াত নেতৃবৃন্দ ফুল দিয়ে বরণ করে নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য, বরিশাল মহানগর জামায়াতের আমির ও বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মদ বাবর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাওলানা মুহাম্মাদ রফিকুল ইসলাম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কর্মপরিষদ সদস্য ও চাঁদপাশা হাইস্কুল ও কলেজের সাবেক অধ্যক্ষ মাস্টার মোঃ আব্দুর রব, কর্মপরিষদ সদস্য মাওলানা মোস্তাফিজুর রহমান, চাঁদপাশা ইউনিয়ন জামায়াতের আমীর মাস্টার জাকির হোসেন,ইউনিয়ন সেক্রেটারি মোঃ জামাল হাওলাদার এছাড়াও উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা নবাগতদের উদ্দেশ্যে বলেন, ইসলামের আদর্শ ও শাসনব্যবস্থা প্রতিষ্ঠায় আমাদের রাজনীতি, এবং যারা এই আদর্শে অনুপ্রাণিত হয়ে দলে যোগ দিয়েছেন, তারা ইসলামী সমাজ প্রতিষ্ঠায় ভূমিকা রাখবেন।