বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের রাজকর গ্রামে অবস্থিত ইয়া মুমিনু ফুডস অ্যান্ড বেকারী নামে একটি খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে বৈধ কাগজপত্র ছাড়াই খাদ্যপণ্য উৎপাদনের অভিযোগে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
গত বৃহস্পতিবার বিকেল ৪:০০টায় এ অভিযান পরিচালনা করেন বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ফারুক আহমেদ।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানটি বিএসটিআই অনুমোদন, পরিবেশ ছাড়পত্র ও স্বাস্থ্য নিরাপত্তা মান না মেনে বেকারীজাত খাদ্যপণ্য তৈরি করে আসছিল। যে কারণে প্রতিষ্ঠানকে জরিমানার আওতায় আনা হয়।
এ সময় ইউএনও ফারুক আহমেদ বলেন, ভেজাল ও অনিয়ম বিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে এ কার্যক্রম পরিচালনা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, প্রয়োজনীয় কাগজপত্র ও অনুমোদন ছাড়া কোনো খাদ্য উৎপাদন প্রতিষ্ঠান পরিচালনা করা যাবে না।
অভিযান চলাকালে বেকারির মালিক মোঃ বাবুল হোসেন দ্রুত সময়ের মধ্যে সব প্রয়োজনীয় কাগজপত্র সম্পন্ন করার প্রতিশ্রুতি দেন এবং প্রতিষ্ঠানের কর্মকাণ্ডে সতর্কতা অবলম্বনের আশ্বাস দেন। এই অভিযানে স্থানীয় জনসাধারণ সন্তোষ প্রকাশ করেছেন।