বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি
জামালপুরের বকশীগঞ্জে দশানী নদীর ভাঙনের কবল থেকে জামে মসজিদ ও ফসলি জমি রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর ) দুপুরে মেরুরচর ইউনিয়নের উজান কলকিহারা গ্রামবাসীর উদ্যোগে দশানী নদী সংলগ্ন জামে মসজিদ প্রাঙনে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে এসময় বক্তব্য রাখেন মওলানা আবদুল মালেক, উজান কলকিহারা বেপারী বাড়ি জামে মসজিদের ইমাম হাফেজ শহিদুল্লাহ, আব্বাস আলী, নুর ইসলাম, মোছা মিয়া প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, দশানী নদীর কড়াল গ্রাসে বিলীন হচ্ছে ফসলি জমি, বসত ভিটা ও ঘর বাড়ি। গত ১৫ দিনের তীব্র ভাঙনে আগ্রাসী রূপ ধারণ করেছে দশানী নদী। এই ভাঙন থেকে রক্ষা পাচ্ছে না জামে মসজিদ, কবরস্থান সহ গুরুত্বপূর্ণ স্থাপনা।
তাই আমরা মসজিদ ও ফসলি জমি রক্ষার দাবি জানাচ্ছি। দ্রুত জিও ব্যাগ ফেলে ভাঙন ঠেকানোর দাবি জানান এলাকাবাসী। এসময় তারা উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের হস্তক্ষেপ কামনা করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.