অশোক মুখার্জি, কলাপাড়া (পটুয়াখালী)
পটুয়াখালীর কুয়াকাটায় মো. আনোয়ার হোসাইন (৪৮) নামে এক প্রবীণ আইনজীবীকে কুপিয়ে হত্যার চেষ্টা করেছে সন্ত্রাসীরা। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় কুয়াকাটা সৈকতের জিরো পয়েন্টের পশ্চিম পাশে এই হামলার ঘটনা ঘটে। এতে তিনি মারাত্মকভাবে আহত হন।
আহত আনোয়ার হোসাইন কলাপাড়া চৌকি আদালতের সাবেক সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) ও আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক। পাশাপাশি তিনি উপজেলা কৃষক লীগের সভাপতিও।
আহত আইনজীবী আনোয়ার জানান, মহিপুর থানার ধুলাসার ইউনিয়নের নয়াকাটা গ্রামে তার মালিকানাধীন একটি মাছের ঘেরে লুটপাট ও ভাঙচুরের ঘটনায় এক মাস আগে আদালতে একটি মামলা দায়ের করেন। আদালত ওই মামলার এজাহার গ্রহণের নির্দেশ দিলে তদন্ত কর্মকর্তা তাকে কাগজপত্র নিয়ে থানায় দেখা করতে বলেন।
তিনি আরও জানান, তদন্ত কর্মকর্তা কুয়াকাটায় অবস্থান করছেন শুনে তিনি সেখানেই যান। কুয়াকাটা পৌঁছানোর সঙ্গে সঙ্গেই হারুন মৃধার নেতৃত্বে ১০-১৫ জন দুর্বৃত্ত ধারালো অস্ত্র, লোহার রড ও হাতুড়ি নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়। এসময় তার বাম চোখ, কপাল ও শরীরের বিভিন্ন স্থানে গভীর জখম হয়।
চিৎকার শুনে আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ ঘটনায় কলাপাড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও সহকারী জজ আদালতের আইনজীবীদের মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছে। কলাপাড়া চৌকি আদালত আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট খন্দকার নাসির উদ্দিন বলেন,
"এ ধরনের নৃশংস হামলা আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির ইঙ্গিত দেয়। অভিযুক্তদের ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেফতারের আলটিমেটাম দেওয়া হয়েছে।"
শনিবার বিকেলে বার ভবনে এক জরুরি সভা ডাকা হয়েছে বলে তিনি জানান।
উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার বলেন,
"আমি হাসপাতালে গিয়ে আহত আনোয়ার হোসাইনকে দেখে এসেছি। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।"
মহিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ হাসান বলেন,
"বিষয়টি জেনেছি। এখনও পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।"
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.