যশোর প্রতিনিধি
২০২৫-২৬ শিক্ষাবর্ষে যশোর শিক্ষা বোর্ডের অধীনে থাকা ৫৮৯টি কলেজে একাদশ শ্রেণিতে ৫৮ হাজার ৪৪১টি আসন খালি রেখেই পাঠদান কার্যক্রম শুরু হয়েছে। ২ লাখ ২০ হাজার ১২৯টি আসনের বিপরীতে ভর্তি হয়েছে ১ লাখ ৬১ হাজার ৬৮৮ জন শিক্ষার্থী।
যশোর শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর এস এম তৌহিদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, ১৫ সেপ্টেম্বর থেকে একাদশ শ্রেণির ক্লাস শুরু হয়েছে। তবে বহু কলেজে মাত্র হাতে গোনা কয়েকজন শিক্ষার্থী ভর্তি হওয়ায় বিপুল সংখ্যক আসন শুন্য রয়েছে।
নিম্ন ভর্তি সংখ্যার উদাহরণ দিয়ে তিনি জানান, শেখ আব্দুল ওহাব মডেল কলেজে ২ জন, মাইজপাড়া কলেজে ১ জন, যদুনাথ স্কুল অ্যান্ড কলেজে ২ জন, খুলনা নিউজপ্রিন্ট মিলস স্কুল অ্যান্ড কলেজে ৫ জন, মির্জাপুর ইউনাইটেড কলেজে ৫৫ জন শিক্ষার্থী ভর্তি হয়েছে।
তিনি আরও জানান, অনেকে অনলাইন নিশ্চয়ন না করায় কিংবা পছন্দের কলেজে ভর্তির সুযোগ না পেয়ে ভর্তি হয়নি। এজন্য আসন শুন্যতা বেড়েছে। ২১ সেপ্টেম্বর থেকে চতুর্থ ধাপের অনলাইন ভর্তির আবেদন ও নিশ্চয়ন শুরু হবে। এ ধাপে বাদ পড়া শিক্ষার্থীরা ভর্তি হলে ফাঁকা আসন অনেকটাই পূরণ হবে বলে আশা করছেন তিনি।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.