দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা বিএনপি’র সভাপতি ও বিএনপি দলীয় সাবেক এমপি আলহাজ¦ রেজা আহমেদ বাচ্চু মোল্লা বলেছেন, মাদকমুক্ত সমাজ ও দেশ গড়ার জন্য খেলা-ধুলার বিকল্প নাই। আজকে দেশে যুবক ছেলেরা মাদকাসক্ত হয়ে যাচ্ছে। আমি আসা করবো আজ যারা খেলায় অংশ নিয়েছো, তোমাদের মাধ্যমে এই অঞ্চল মাদকমুক্ত গ্রাম হিসেবে পরিগণিত হবে। তোমরা ছোট মানুষ তোমরা ঠিকমত ফুটবল খেলা প্র্যাকটিস করো, একসময় তোমরা জাতীয় ফুটবল দলের খেলেয়াড় হতে পারবা।
একসময় জাতীয় ফুটবল দলের অধিনায়ক ছিল রুমি তার বাড়ি মথুরাপুর। আমি আশা করবো তোমাদের মাধ্যমে ছোট ছোট ছেলেরা ফুটবল খেলায় আগ্রহী হবে। আজ শুক্রবার বিকেলে উপজেলার মরিচা ইউনিয়নের বৈরাগীরচর মাধ্যমিক বিদ্যালয় মাঠে মরহুম ছাত্রদল নেতা সজিব স্মরণে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় বিশেষ অতিথি ছিলেন, দৌলতপুর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন। মরিচা ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান মো. সাইদুর রহমানের সভাপতিত্বে খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মরিচা ইউনিয়ন বিএনপি নেতা ও সাবেক চেয়ারম্যান মাহাবুল হকসহ স্থানীয় বিএনপি, যুবদল, সেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দ। খেলা শেষে দুই দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি রেজা আহমেদ বাচ্চু মোল্লাসহ অন্যান্য অতিথিবৃন্দ। খেলায় উপচেপড়া দর্শক সমাগম ছিল নজরকাড়ার মত।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.