Nabadhara
ঢাকাবুধবার , ২৮ জুলাই ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

মুকসুদপুরে করোনায় ক্ষতিগ্রস্থ উদ্যোক্তাদের মাঝে প্রণোদনা ঋণ

MEHADI HASAN
জুলাই ২৮, ২০২১ ৫:৪১ অপরাহ্ণ
Link Copied!

মুকসুদপুর প্রতিনিধিঃ

গোপালগঞ্জের মুকসুদপুরে মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত বিভিন্ন কর্মসূচীর আওতায় করোনায় ক্ষতিগ্রস্থ উদ্যোক্তাদের মাঝে ঋণ বিতরণ করেছে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড বিআরডিবি। বুধবার (২৮ জুলাই ) সকালে মুকসুদপুর উপজেলা পল্লী উন্নয়নের দপ্তরের আয়োজনে এই ঋণ বিতরণ করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার জোবায়ের রহমান রাশেদ বিশেষ অতিথি ছিলেন মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক হায়দার হোসেন, সহকারী পল্লী উন্নয়ন অফিসার মো: ওয়াহিদুজ্জামান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা পল্লী উন্নয়ন অফিসার বাসুদেব সরকার।

 

উপজেলা পল্লী উন্নয়ন অফিসার বাসুদেব সরকার জানান, করোনাকালিন সময়ে ক্ষতিগ্রস্থ উদ্যোক্তাদের মধ্যে ১০ জন সুফোল ভোগীর মাঝে ১ লাখ টাকা করে মোট ১০ লাখ টাকা ঋণ বিতরণ করা হয়েছে। এছাড়াও আরও ৫৪ লাখ টাকা ঋণের প্রস্তাব অনুমোদন হয়েছে। অচিরেই এই ঋণের টাকা বিতরণ করা হবে।

যাদের মাঝে ঋণ বিতরণ করা হয়েছে তারা হলো, মাছ চাষে অজুফা বেগম, সরন ফকির, পল্লব মুন্সী, ধান ছাটাইয়ে এসমোতারা বেগম, গাভী পালনে রুবি বেগম, রিপা সুলতানা, ফারজানা ববি লোভা, সুজদা আক্তার, হাস মুরগীর খামারে রুপালী বেগম, মুরগীর খামারে রুপালী বেগম।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।