নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালী সদর উপজেলার পশ্চিমাঞ্চলে চুরি, ডাকাতি ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য এবং আইনশৃঙ্খলার চরম অবনতির প্রতিবাদে এলাকাবাসী বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে।
শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে সদর উপজেলার চরমটুয়া ইউনিয়নের খলিসাটোলা এলাকার নুর মোহাম্মদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে সড়কে এই কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে অংশ নিয়ে বক্তব্য রাখেন স্থানীয় ইউপি সদস্য (মহিলা) রেহানা মজিদ, বিএনপি নেতা ছালা উদ্দিন আহমেদ চৌধুরী দুলাল, জিয়াউল হায়দার পলাশ, কাজী সেলিম, মহিউদ্দিন, হুমায়ুন কবির, নজরুল ইসলাম মজিদসহ আরও অনেকে।
বক্তারা বলেন, চরমটুয়া ইউনিয়নটি লক্ষ্মীপুর জেলার সীমান্তবর্তী এলাকা হওয়ায় এখানে চুরি ও ডাকাতির ঘটনা অহরহ ঘটছে। রাত নামলেই মানুষ আতঙ্কে থাকে। কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য এবং চোর-ডাকাতদের দাপটে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। কিন্তু প্রশাসনের নজরদারি খুবই কম। বক্তারা অবিলম্বে এলাকায় একটি অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপনের দাবি জানান।
এ বিষয়ে সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান বলেন, “যেকোনো অপরাধ সংঘটিত হলে পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নিচ্ছে। এরপরও টহল কার্যক্রম আরও জোরদার করা হবে।”
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.