Nabadhara
ঢাকারবিবার , ২১ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালী হাসপাতালে র‍্যাবের অভিযান: সাত দালালকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

নোয়াখালী প্রতিনিধি
সেপ্টেম্বর ২১, ২০২৫ ৫:১৮ অপরাহ্ণ
Link Copied!

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে অভিযান চালিয়ে সাতজন দালালকে আটক করেছে র‍্যাব-১১, সিপিসি-৩। রবিবার (২১ আগস্ট) সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে দালালদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।

অভিযানে নেতৃত্ব দেন র‍্যাব-১১, সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার মিঠুন কুমার কুন্ডু। আটককৃত দালালরা হলেন—মিলন, রতন, হারুন, সজিব, স্বপন, মাসুদ ও আকরাম হোসেন।

র‍্যাব সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে হাসপাতালে দালালদের দৌরাত্ম্যে চিকিৎসা নিতে আসা সাধারণ রোগীরা ভোগান্তির শিকার হচ্ছিলেন। এমন অভিযোগের প্রেক্ষিতে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহরাব হোসাইন জানান, “হাসপাতালে দালালদের তৎপরতায় রোগীরা সঠিক সেবা থেকে বঞ্চিত হচ্ছেন দীর্ঘদিন ধরে। আজকের অভিযানে প্রাপ্ত তথ্য-প্রমাণের ভিত্তিতে আটকদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।”

র‍্যাব কর্মকর্তা মিঠুন কুমার কুন্ডু বলেন, “রোগীদের সঠিক চিকিৎসা সেবা নিশ্চিত করতেই এ অভিযান পরিচালনা করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।