কালাই (জয়পুরহাট) প্রতিনিধি
জয়পুরহাটের কালাই উপজেলার পুনট ইউনিয়নের নান্দাইলদীঘি গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুর রহিম (৩৫) নামে এক খামারভিত্তিক পশু চিকিৎসকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুর রহিম ছিলেন ওই গ্রামের স্থায়ী বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে স্থানীয়ভাবে গরু ও অন্যান্য গবাদিপশুর চিকিৎসা সেবা দিয়ে আসছিলেন। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয়রা জানান, দুপুরের দিকে বাড়ির বিদ্যুৎ লাইনে ত্রুটি দেখা দিলে রহিম নিজেই তা মেরামতের চেষ্টা করেন। এ সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। সঙ্গে সঙ্গে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নান্দাইলদীঘি গ্রামের একাধিক বাসিন্দা বলেন, “রহিম ভাই খুব ভালো মানুষ ছিলেন। সবসময় মানুষের পাশে থাকতেন, গরু-ছাগলের চিকিৎসায় তার বিকল্প ছিল না। তার মৃত্যু আমাদের জন্য বড় ক্ষতি।”
এ ব্যাপারে কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন জানান, “নান্দাইলদীঘি গ্রামে একজন ব্যক্তি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন, আমরা বিষয়টি নিশ্চিত হয়েছি।”
উল্লেখ্য, আব্দুর রহিম একজন সদালাপী, পরিশ্রমী এবং এলাকাবাসীর কাছে অত্যন্ত জনপ্রিয় একজন ব্যক্তি ছিলেন। তার মৃত্যুতে পরিবার, প্রতিবেশী এবং পশু খামারিরা গভীর শোক প্রকাশ করেছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.