বাবুগঞ্জ (বরিশাল), প্রতিনিধি
বাবুগঞ্জের ঐতিহ্যবাহী সরকারি আবুল কালাম ডিগ্রি কলেজের প্রাঙ্গণে কলেজ শাখা ছাত্রদল সৌন্দর্য বর্ধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম হাতে নিয়েছে।
শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের মানসিক, শারীরিক ও সামাজিক বিকাশে সহায়ক কো-কারিকুলার কার্যক্রম হিসেবে কলেজের প্রধান ফটক ও আঙিনা পরিষ্কার করা হয় এবং আলপনা অঙ্কনের মাধ্যমে কলেজের পরিবেশকে আরও আকর্ষণীয় করে তোলা হয়।
এই আয়োজনে অংশগ্রহণ করেন কলেজের সাধারণ শিক্ষার্থীরা এবং বাবুগঞ্জ উপজেলার ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এইচ এম রিয়াজ মাহমুদের সার্বিক সহযোগিতায় এই কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়। শিক্ষার্থীরা বলেন, শিক্ষা জীবনে সহপাঠ কার্যক্রমের গুরুত্ব অপরিসীম এবং নিজের প্রতিষ্ঠানকে ভালোবেসে এই ধরনের উদ্যোগ তারা স্বতঃস্ফূর্তভাবে নিয়েছেন।
কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ নূর আসিফ বলেন, "শুধু পড়ালেখাই নয়, নিজের পরিবেশের দায়িত্ব নেওয়াও একজন শিক্ষার্থীর গুরুত্বপূর্ণ দায়িত্ব। এই চিন্তা থেকেই আমরা এ ধরনের উদ্যোগ নিয়েছি এবং ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত থাকবে।"
এই উদ্যোগে কলেজ কর্তৃপক্ষ ও স্থানীয় মহলও প্রশংসা জানায় এবং এটিকে ছাত্ররাজনীতির ইতিবাচক দিক হিসেবে গ্রহণ করছে।
এ কার্যক্রমে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাবুগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এইচ এম রিয়াজ মাহমুদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমরান, প্রচার সম্পাদক নাহিদ ইসলাম, ছাত্রী বিষয়ক সম্পাদক শামসুন্নাহার রিয়া, দেহেরগতি ইউনিয়ন ছাত্রদল নেতা মোঃ মুবিন, রাসেল ফরাজী, মোহাম্মদ নোমান, নদী আক্তার প্রমুখ।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.