Nabadhara
ঢাকারবিবার , ২১ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁয় চো’রাই ম/দসহ দুই জন আ/টক

নওগাঁ প্রতিনিধি
সেপ্টেম্বর ২১, ২০২৫ ৮:৫০ অপরাহ্ণ
Link Copied!

নওগাঁ প্রতিনিধি

নওগাঁর মহাদেবপুরের ঘাষিয়ারা গ্রাম থেকে এক টন চোরাই মদ ও মদ তৈরি করার ৫ কেজি উপকরণ জব্দ করেছে সেনাবাহিনী। এ সময় তোফায়েল (৩৭) ও ললিত (২৫) নামের দুই যুবককে আটক করেছে। রোববার সকাল ১১ টা থেকে দেড়টা পর্যন্ত ২ ঘন্টা ব্যাপী অভিযান চালিয়ে আটক করা হয়।

আটককৃতরা হলেন, উপজেলার বিনোদপুর সোনার পাড়া গ্রামের মৃত আলিম উদ্দিনের ছেলে তোফায়েল ও ঘাষিয়ারা গ্রামের অনিলের ছেলে ললিত।

জানা যায়, চোরাই মদের রাজ্য হিসাবে পরিচিতি পেয়েছে মহাদেবপুর উপজেলার ইউনিয়নের ঘাষিয়ারা গ্রামের প্রতিনিয়ত চুলায় মদ তৈরি হয় এবং এগুলো যুব সমাজের মাঝে বিক্রি হয়। গোপন সংবাদের ভিত্তিতে ইউপি চেয়ারম্যান শামসুল আলম বাচ্চুর উপস্থিতিতে আজ বেলা ১১ টা থেকে দেড়টা পর্যন্ত ২ ঘন্টাব্যাপী অভিযান চালায় সেনাবাহিনী। এ সময় তাদের নিকট থেকে ২৪ ড্রাম যার পরিমাণ ১টন চোলায় মদসহ ৬শ টি বোতল এবং মদ বানানোর উপকরণ (বড়ি) ৫ কেজি উদ্ধার করে সেনাবাহিনী।

সত্যতা নিশ্চিত করে সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার জাকির হোসেন বলেন, ইউপি চেয়ারম্যান শামসুল আলম বাচ্চুর উপস্থিতিতে দুই ঘন্টাব্যাপী অভিযান চালিয়ে চোলায় মদ ও মদ তৈরির উপকরণ জব্দ করা হয়েছে। এসময় দুইজনকে আটক করা হয়। পরবর্তীতে আটককৃতদের মহাদেবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।