মোঃ মিজানুর রহমান, কালকিনি-ডাসার(মাদারীপুর) প্রতিনিধি
মাদারীপুরে ডাসারে মাইক্রোবাসের ধাক্কায় নাছিমা বেগম (৩৫) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন শিশুসহ আরও তিনজন।
নিহত নাসিমা ডাসার উপজেলার পশ্চিম বোতলা (পোড়াবাড়ী) এলাকার ইজু মিয়া শেখের স্ত্রী। শনিবার দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের ডাসার উপজেলার কর্ণপাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে।
মোস্তফাপুর হাইওয়ে থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নাসিমা বেগম তার সদ্য সিজারিয়ান অপারেশন হওয়া মেয়েকে মাদারীপুরের একটি হাসপাতাল থেকে চিকিৎসা শেষে ইজিবাইকে করে বাড়ি ফিরছিলেন।
এসময় ঢাকা-বরিশাল মহাসড়কের কর্ণপাড়া এলাকায় সামন থেকে আসা দ্রুতগতির একটি মাইক্রোবাস ইজিবাইকটিকে ধাক্কা দেয়। এতে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায় এবং যাত্রীরা ছিটকে সড়কে পড়ে গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নাসিমা বেগমকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে মস্তফাপুর হাইও পুলিশের সার্জেন্ট ছামি বলেন, দ্রুতগতির মাইক্রোবাসটি ইজিবাইককে চাপা দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে সাকুরা পরিবহনের সহযোগিতায় মাইক্রোবাসটি মেলকাই নামক স্থানে আটক করা হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। নিহতের মরদেহ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.