রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি
খুলনার রূপসা উপজেলার বাসস্ট্যান্ড চত্বরে রবিবার (২১ সেপ্টেম্বর)অনুষ্ঠিত উপজেলা বিএনপির নির্বাচনী জনসভায় কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচন, সরকার এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র নিয়ে নানা অভিযোগ তুলে ধরেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেন, "বিএনপি-ই একমাত্র দল, যারা বাংলাদেশকে রক্ষা করতে পারে।"
তিনি বলেন, "একটি মহল নানা উপায়ে দেশকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে। সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে নির্বাচন হবে না—এই বলে জনগণকে হুমকি দেওয়া হচ্ছে। তবে জনগণ কখনো এসব হুমকিতে মাথা নত করবে না।"
হেলাল আরও বলেন, "নির্বাচনের মধ্য দিয়েই জনগণের সরকার প্রতিষ্ঠিত হলে তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন এবং বিএনপি রাষ্ট্রক্ষমতায় যাবে।"
তিনি দাবি করেন, নির্বাচন ঘিরে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে। দেশের ভেতরে থাকা একটি মহল ও বিদেশে থাকা গোষ্ঠী মিলে এসব চক্রান্ত করছে। "ভারতীয় দালাল এবং জামায়াতের অবস্থানও এই ষড়যন্ত্রের অংশ," বলেন তিনি।
সরকার ও নির্বাচন কমিশনের আন্তরিকতা নিয়েও প্রশ্ন তোলেন আজিজুল বারী হেলাল। তিনি বলেন, "যে সংস্কার জনগণ বোঝে না, সেই সংস্কার জনগণ মেনে নেবে না। ফ্যাসিস্ট সরকারের পতন ঘটলেও দেশে এখনও ফ্যাসিবাদ নির্মূল হয়নি।"
সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক মোল্লা সাইফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক মো. মনিরুজ্জামান মন্টু, সাবেক সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পি, যুগ্ম আহ্বায়ক খান জুলফিকার আলী জুলু, মোল্লা খায়রুল ইসলাম, তৈয়েবুর রহমান, জিএম কামরুজ্জামান টুকু, এনামুল হক সজল।এছাড়াও সভায় বক্তব্য দেন জেলা যুবদলের আহ্বায়ক ইবাদুল হক রুবায়েদ, সদস্য সচিব নাদিমুজ্জামান জনি, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান রুনু, সদস্য সচিব আব্দুল মান্নান মিস্ত্রি, জেলা শ্রমিক দলের সভাপতি উজ্জ্বল সাহা, কৃষক দলের সভাপতি মোল্লা কবীর হোসেন, সাধারণ সম্পাদক শেখ আবু সাঈদ, গোলাম মোস্তফা তুহিন।
উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য মল্লিক আব্দুস সালাম, শেখ আব্দুর রশিদ, এনামুল কবির, আছাফুর রহমান, মহিলা দলের সাধারণ সম্পাদক সেতারা সুলতানা, সিনিয়র সহ-সভাপতি শাহানাজ ইসলাম, জেলা তাঁতী দলের সদস্য সচিব শেখ মাহমুদ আলী লোটাস, জেলা জাসাসের সদস্য সচিব একে আজাদ, ওলামা দলের সভাপতি ফারুক হোসেন, বিকাশ মিত্র, মনিরা বেগম, উপজেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম বাচ্চু, বিএনপি নেতা আব্দুল মালেক, আনোয়ার হোসেন, মিকাইল বিশ্বাস, দিদারুল ইসলামসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বক্তারা অবিলম্বে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের দাবি জানান এবং জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে বিএনপির আন্দোলন চলমান থাকবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.