মোছা: কাবা কাকলি, কবি নজরুল কলেজ প্রতিনিধি
অনার্স ১ম বর্ষের পরীক্ষার্থীদের প্রয়োজনীয় জিনিসপত্র বিনামূল্যে রাখতে হেল্প ডেস্ক কার্যক্রম পরিচালনা করেছেন কবি নজরুল কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক মোঃ কামরুল ইসলাম কানন।
রবিবার (২১ সেপ্টেম্বর) সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ কেন্দ্রের সামনে পরীক্ষার্থীদের ব্যাগ, মোবাইলসহ অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র রাখতে এই হেল্প ডেস্ক কার্যক্রম পরিচালনা করা হয়।
জানা যায়, কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থীরা সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ কেন্দ্রে পরীক্ষা দেন। সেখানে তাদের ব্যাগ, মোবাইলসহ অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র রাখতে অসুবিধায় পড়তে হয়। অনেকেই এই সময় পরীক্ষার্থীদের থেকে জন প্রতি ২০ থেকে ৩০ টাকা নিয়ে তাদের ব্যাগ, মোবাইলসহ অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র রাখেন। তবে, বিভিন্ন সময়ে এ বিষয়ে অব্যবস্থাপনার অভিযোগ থাকে। একারণে পরীক্ষার্থীদের প্রয়োজনীয় জিনিসপত্র বিনামূল্যে রাখতে হেল্প ডেস্ক কার্যক্রম চালু করেছেন কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক মোঃ কামরুল ইসলাম কানন।
এদিকে এমন উদ্যোগে শিক্ষার্থীদের প্রশংসায় ভাসছেন তিনি। শিক্ষার্থীরা বলেন, আমরা অনেকেই দূর থেকে পরীক্ষা দিতে আসি। মোবাইল না আনলে পরীক্ষা শেষে কারো সাথে যোগাযোগ করা যায় না। তাছাড়া অনেক প্রয়োজনীয় জিনিসপত্রও সাথে থাকে। এগুলো আগে টাকা দিয়ে বাইরে রেখে যেতে হতো। তবে হারিয়ে যায় কিনা সেই টেনশন হতো পরীক্ষা চলাকালীন সময়েও। অনেক সময় বাইরে বের হয়ে প্রয়োজনীয় অনেক কিছুই পেতাম না। ছাত্রদলের এমন উদ্যোগকে সাধুবাদ জানাই। তাদের হেল্প ডেস্কের জন্য বিনামূল্যে সব কিছু রেখে যেতে পেরেছি। আমাদের প্রত্যাশা, ছাত্রদল শিক্ষার্থীদের প্রয়োজনে সবসময় এভাবে পাশে দাঁড়াবে।
কবি নজরুল কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক মোঃ কামরুল ইসলাম কানন অভিযাত্রা রিপোর্টকে জানান, আগামীর রাষ্ট্রনায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদল সব সময় সাধারণ শিক্ষার্থীদের পাশে থাকার চেষ্টা করে। তারই ধারাবাহিকতায় এই হেল্পডেস্কের মাধ্যমে আমরা পরীক্ষার্থীদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি, যাতে তারা কোনো প্রকার হয়রানি বা বিভ্রান্তির শিকার না হয়। শিক্ষার্থীদের জন্য একটি সহানুভূতিশীল ও ইতিবাচক পরিবেশ গড়ে তোলাই আমাদের উদ্দেশ্য। পরীক্ষার শেষ দিন পর্যন্ত এ কার্যক্রম চলামান থাকবে বলেও জানান তিনি।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.