মোঃ শাহ জালাল,বরিশাল
বরিশাল টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (টিটিসি) প্রতিষ্ঠার পর থেকে ক্রমাগত উন্নয়ন হলেও বর্তমান প্রিন্সিপাল মোঃ গোলাম কবির যোগদানের পর প্রতিষ্ঠানটি নতুন গতিতে এগিয়ে চলছে। তাঁর নেতৃত্বে অবকাঠামোগত উন্নয়ন, আধুনিক যন্ত্রপাতি সংযোজন, প্রশিক্ষণ কক্ষ সংস্কার, দক্ষ প্রশিক্ষক নিয়োগসহ নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। এর ফলে বরিশাল টিটিসি এখন দেশের অন্যতম আধুনিক ও কার্যকর প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে পরিচিতি পেয়েছে।
প্রিন্সিপাল মোঃ গোলাম কবির দায়িত্ব নেওয়ার পর টিটিসিতে যেসব উল্লেখযোগ্য উন্নয়ন হয়েছে নতুন ভবন ও ক্লাসরুম সংস্কার, আধুনিক মেশিনারিজ ও প্রশিক্ষণ সামগ্রী সংযোজন, ল্যাবরেটরি ও ওয়ার্কশপ উন্নয়ন বিদেশগামী শ্রমিকদের জন্য সংক্ষিপ্ত মেয়াদি প্রশিক্ষণ কোর্স চালু,নারী প্রশিক্ষণার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করতে বিশেষ উদ্যোগ।
টিটিসিতে প্রতিদিন শত শত বিদেশগামী শ্রমিক তিন দিনের সংক্ষিপ্ত প্রশিক্ষণে অংশ নিচ্ছেন। এ প্রশিক্ষণ শেষে তারা সার্টিফিকেট গ্রহণ করেন, যা বিদেশে কর্মসংস্থানের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। প্রশিক্ষণকালীন সময়ে তাদের শেখানো হয় প্রাথমিক ভাষা শিক্ষা (গন্তব্য দেশের ভাষা অনুযায়ী),নিরাপদ কর্মপদ্ধতি,শ্রম আইন ও অভিবাসন আইন সম্পর্কে ধারণা,সাংস্কৃতিক অভিযোজন ও ব্যবহারিক দক্ষতা।
শ্রমিকরা জানান, বরিশাল টিটিসিতে প্রশিক্ষণ গ্রহণের ফলে তারা বিদেশে গিয়ে আত্মবিশ্বাসের সঙ্গে কাজ করতে পারছেন এবং ভালো আয় করছেন।প্রিন্সিপাল মোঃ গোলাম কবির বলেন, “আমাদের লক্ষ্য হলো বিদেশগামী প্রতিটি শ্রমিককে সঠিক প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তোলা, যাতে তারা বিদেশে দেশের সুনাম বয়ে আনতে পারে এবং অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হতে পারে।”
সরকারি-বেসরকারি নানা সংস্থার সহযোগিতায় বরিশাল টিটিসি এখন দক্ষিণাঞ্চলের অভিবাসন প্রত্যাশী শ্রমিকদের প্রধান ভরসাস্থল হয়ে উঠেছে।এছাড়া এসভিপি টেস্টের মাধ্যমে বরিশাল টিটিসি হাতে প্রতি মাসে প্রায় ৩০০০ জন প্রশিক্ষনার্থী বিদেশ গমন করেন, যা তাদের রেমিটেন্স প্রবাহ বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করবে।