Nabadhara
ঢাকারবিবার , ২১ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

কালাইয়ে হত্যা মামলার পলাতক আসামী গ্রেফতার

কালাই,জয়পুরহাট প্রতিনিধি
সেপ্টেম্বর ২১, ২০২৫ ১০:৩২ অপরাহ্ণ
Link Copied!

কালাই,জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটের কালাইয়ে হত্যা মামলার পলাতক আসামীকে গ্রেফতার করেছে জয়পুরহাট র‌্যাব-৫। শনিবার (২০ সেপ্টেম্বর) সাড়ে তিনটার দিকে কালাই উপজেলার জিন্দারপুর ইউনিয়নের বাখড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামী হলেন, জিন্দারপুর ইউনিয়নের পশ্চিম কুজাইল গ্রামের মোঃ মুনছুর আলীর ছেলে হাফিজার রহমান লিটন।

রোববার (২১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় জয়পুরহাট র‌্যাব-৫ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে।

জানা গেছে, গত ২ জানুয়ারি বিকেল পৌনে চারটায় কালাই উপজেলার পূর্ব কুজাইল খানপাড়া এলাকার আব্দুল মালেক খান আলুর জমিতে সার দেওয়ার কথা বলে তিনি বাড়ি থেকে বের হন। রাত নয়টা পর্যন্ত বাড়ি ফেরেননি। পরিবারের লোকজন খোঁজাখুজি করেও কোনো সন্ধান পায়নি। পরের দিন সকালে বুলু মহরির আলু ক্ষেতে লাশ পাওয়া যায় এবং পরে পরিবারের লোকজন এসে লাশ সনাক্ত করেন।

র‌্যাব জানায়, ভিকটিমের ছেলে মোঃ সিদ্দিকুর রহমানের অভিযোগে কালাই থানা একটি অপমৃত্যু মামলা দায়ের করে। পরে মামলা এজাহার হিসেবে গণ্য করার নির্দেশনা আসে। বিজ্ঞ আদালত মামলাটি সিআইডির তদন্তভার দেয়। সিআইডি ও র‌্যাব-৫ যৌথ অভিযানে আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামীকে জয়পুরহাট জেলা সিআইডির নিকট হস্তান্তর করা হয়েছে এবং অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।