ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুর জেলায় সড়ক দুর্ঘটনায় আহত ও নিহত পরিবারবর্গের অনুকূলে বিআরটিএ ট্রাস্টি বোর্ড কর্তৃক মঞ্জুরীকৃত চেক বিতরণ করা হয়েছে। রবিবার বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও বিআরটিএ’র আয়োজনে এই চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআরটিএ’র চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ। তিনি বলেন, ২০২২ সাল থেকে সারা দেশে সড়ক দুর্ঘটনায় আহত ও নিহত পরিবারবর্গের মধ্যে অনুদান প্রদান করা হচ্ছে। এই ট্রাস্টি বোর্ড গঠন করা হয়েছে অসহায় ও দুঃস্থদের সহায়তার জন্য। বর্তমানে এই খাতে ব্যাংকে রয়েছে প্রায় ৩ শত ৭ কোটি টাকা।
চেয়ারম্যান আরও জানান, সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালে পরিবারকে ৫ লাখ টাকা এবং আহত হলে ৩ লাখ টাকা প্রদান করা হয়। রাস্তায় শৃঙ্খলা রক্ষায় তারা বদ্ধপরিকর। ফরিদপুরে এর আগেও ২ কোটি টাকা বিতরণ করা হয়েছে। রবিবার দুর্ঘটনায় আহত ও নিহত পরিবারের মাঝে আরও ২৫ লাখ টাকা বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিআরটিএ’র পরিচালক ইঞ্জিনিয়ার শফিকুজ্জামান ভুঁইয়া, অতিরিক্ত জেলা প্রশাসক মিন্টু বিশ্বাস, ফরিদপুর বিআরটিএ’র সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার মোঃ নাসির উদ্দিন, মোটরযান পরিদর্শক মোঃ জাফর হাসান, জেলা ট্রাক মালিক সমিতির শাহিন চৌধুরী সহ সড়ক দুর্ঘটনায় আহত ও নিহত পরিবারের সদস্যরা।
পরবর্তীতে চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দিন নিহত ৫টি পরিবারকে প্রতি পরিবারে ৫ লাখ টাকার মোট ২৫ লাখ টাকার চেক তুলে দেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.