সোহানুর রহমান,খাগড়াছড়ি প্রতিনিধি
খাগড়াছড়ির দীঘিনালায় শারদীয় দূর্গাপূজা, প্রবারণা পূর্ণিমা ও কঠিন চীবরদান উৎসব উপলক্ষে এক সম্প্রীতি সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ ইনামুল হাছানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার। তিনি বলেন, ‘ধর্মীয় উৎসব পালনের মাধ্যমে সমাজে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন সুদৃঢ় হয়। এজন্য সকল ধর্মের মানুষের মধ্যে পারস্পরিক সহযোগিতা থাকা প্রয়োজন।’
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার আরফিন জুয়েল। তিনি বলেন, ‘ধর্মীয় উৎসবকে ঘিরে যাতে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। আইনশৃঙ্খলা বাহিনী সর্বদা সতর্ক রয়েছে। তবে সম্প্রীতি রক্ষায় জনসাধারণের সহযোগিতাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’
সভাপতির বক্তব্যে ইউএনও মুহাম্মদ ইনামুল হাছান বলেন, ‘দীঘিনালায় বিভিন্ন ধর্ম-বর্ণের মানুষ মিলেমিশে বসবাস করে। এখানে উৎসবগুলো সবার জন্য আনন্দের। আমরা চাই, ধর্মীয় উৎসব হোক সম্প্রীতির মিলনমেলা।’
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া বলেন, ‘উৎসবগুলো শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় কোনো ধরনের শৈথিল্য দেখানো হবে না।’
দীঘিনালা উপজেলা বিএনপির সভাপতি শফিকুল ইসলাম বলেন, ‘সম্প্রীতি বজায় রেখে এ অঞ্চলে সব ধর্মের মানুষ শান্তিতে বসবাস করবে— এটাই আমাদের প্রত্যাশা।’
এ ছাড়া বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তনয় তালুকদার, দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ তরুণ কান্তি চাকমা, উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাহাদাত হোসেন এবং কবাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নলেজ চাকমা জ্ঞান। সভায় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় জনপ্রতিনিধিরা অংশ নেন।
ছবি: খাগড়াছড়ির দীঘিনালায় উপজেলা প্রশাসনের আয়োজনে সম্প্রীতি সভা। -প্রতিনিধি
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.