মোঃ ইব্রাহীম মিঞা, দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী রাজবাড়ী (রাজবাটী) কেবল ইতিহাসের সাক্ষীই নয়, এটি এক সময়কার জমিদারী শাসন ব্যবস্থার সাংস্কৃতিক ও ধর্মীয় নিদর্শন। এর ভেতরে অবস্থিত বিখ্যাত দুর্গা মন্দিরটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে জরাজীর্ণ হয়ে পড়েছিল। ফলে দর্শনার্থী এবং স্থানীয় ভক্তরা নিরাপত্তাহীনতার মধ্যে ছিলেন।
সম্প্রতি জেলা প্রশাসনের ছোট্ট হলেও কার্যকরী উদ্যোগে এ ঐতিহ্যবাহী দুর্গা মন্দিরে শুরু হয়েছে সংস্কার কার্যক্রম। পূর্বে ভাঙাচোরা বাঁশের বেষ্টনী দিয়ে ঘেরা ছিল মন্দিরের মূল ফটক ও সিঁড়ি। বর্তমানে সেগুলো অপসারণ করে নতুন রঙিন লোহার গেট ও বেষ্টনী নির্মাণ করা হচ্ছে। ফলে একদিকে মন্দিরের সৌন্দর্য বাড়ছে, অন্যদিকে ভক্তদের জন্যও তৈরি হচ্ছে নিরাপদ পরিবেশ।
স্থানীয়রা জানান, বহু বছর ধরে মন্দিরটির রক্ষণাবেক্ষণ না হওয়ায় এটি ধ্বংসের পথে এগিয়ে যাচ্ছিল। জেলা প্রশাসনের এ উদ্যোগকে তাঁরা সাধুবাদ জানিয়েছেন। তাঁদের আশা, সংস্কারের মাধ্যমে শুধু দুর্গা মন্দিরই নয়, পুরো রাজবাড়ী চত্বরটি পর্যটনবান্ধব পরিবেশে গড়ে উঠবে।
দর্শনার্থীদের মতে, এ উদ্যোগ অব্যাহত থাকলে দিনাজপুর রাজবাড়ী আবারও তার ঐতিহ্য ও সৌন্দর্যে ফিরে আসবে, যা স্থানীয় সংস্কৃতি ও পর্যটন বিকাশে নতুন দিগন্ত খুলে দেবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.